Sensex & Nifty: শেয়ার বাজারে ফের ধস, সেনসেক্স নামলো ১০০০ পয়েন্টের বেশি

People's Reporter: পরিসংখ্যান অনুসারে বিএসইতে ১,২৫৪টি শেয়ার উঁচু দামে কেনাবেচা হয়েছে। ২,৪১১টি শেয়ারের দাম পড়েছে। পর্যন্ত গতকালের তুলনায় বাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে ৩.৭৮ লক্ষ কোটি টাকা।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

সপ্তাহের কেনাবেচার শেষ দিনে বড়ো ধাক্কা খেলেন বিনিয়োগকারীরা। শুক্রবার এখনও পর্যন্ত সেনসেক্স পড়েছে প্রায় ১০০০ পয়েন্ট। নিফটি পড়েছে ২৯০.১৫ পয়েন্ট। জানা গেছে, এখনও পর্যন্ত সবথেকে বেশি দাম পড়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারের দাম। এছাড়াও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচ সি এল টেক, আইসিআইসিআই ব্যাঙ্ক, লারসেন অ্যান্ড টুব্রো প্রভৃতি সংস্থার শেয়ারের দাম পড়েছে।

নিফটির ক্ষেত্রে পিএসইউ ব্যাঙ্ক শেয়ারের দাম পড়েছে ২.৩৬ শতাংশ। এছাড়াও দাম পড়েছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, মেটালস, মিডিয়া এবং কনজিউমার ড্যুরেবলস-এর।

বিএসই মিডক্যাপের ক্ষেত্রে দাম পড়েছে ভোডাফোন, অয়েল ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইউএনও মিন্ডা প্রভৃতি শেয়ারের।

বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৮২,২০১.১৬ পয়েন্টে। শুক্রবার তা খোলে ৮২,১৭১.০৮ পয়েন্টে। এই খবর লেখা পর্যন্ত এদিনের ডে হাই ৮২,২৫৪.৭৯ পয়েন্ট এবং ডে লো ৮১,১৫৩.৫৪ পয়েন্ট।

নিফটির ক্ষেত্রে গতকাল বন্ধের সময় যা ছিল ২৫,১৪৫.১০ পয়েন্ট শুক্রবার তা খোলে ২৫,০৯৩.৭০ পয়েন্টে। নিফটিতে এদিনের ডে হাই ২৫,১৬৮.৭৫ পয়েন্ট এবং ডে লো ২৪,৮৪১.৮৫ পয়েন্ট।

যদিও পড়ন্ত বাজারেও এদিন লাভের মুখ দেখেছে এশিয়ান পেন্টস, বাজাজ ফিনান্স, জেএসডব্লু স্টিল, এইচ ইউ এল প্রভৃতি শেয়ার।

পরিসংখ্যান অনুসারে বিএসই-র সক্রিয় ১,২৫৪টি শেয়ার উঁচু দামে কেনাবেচা হয়েছে। অন্যদিকে ২,৪১১টি শেয়ারের দাম পড়েছে। এখনও পর্যন্ত গতকালের তুলনায় বাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে ৩.৭৮ লক্ষ কোটি টাকা।

ছবি প্রতীকী
Sitaram Yechury: সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল
ছবি প্রতীকী
Adani: আদানি গোষ্ঠীর কেনা ১০ সংস্থার ৪৫,৮৫৫ কোটি টাকার ঋণ মকুব রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের! সরব কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in