
শেয়ার বাজার জুড়ে আবারও ধস। শুক্রবারের পর সোমবার ফের বাজার নেমেছে ৮০০ পয়েন্টের বেশি। এই প্রতিবেদন লেখার সময় ৮০০ পয়েন্ট নেমে সেনসেক্স দাঁড়িয়ে আছে ৫৭,২৯৮.৮৯ পয়েন্টে। একইভাবে নিফটির ক্ষেত্রে প্রায় ২৫০ পয়েন্ট নেমে ১৭,০৬৮.৭০ পয়েন্টে দাঁড়িয়ে আছে। টাটা মোটরস, পাওয়ার গ্রিডের দাম সবথেকে বেশি পড়েছে।
শুক্রবার সেনসেক্স বন্ধ হয়েছিল ৫৮,০৯৮ পয়েন্টে। সোমবার সকালে সেনসেক্স খোলে প্রায় ৫০০ পয়েন্ট নেমে ৫৭,৫২৫.০৩ পয়েন্টে। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সেনসেক্সে ডে হাই ৫৭,৭০৮.৩৮ পয়েন্ট এবং ডে লো ৫৭,০৩৮.২৪ পয়েন্ট।
নিফটির ক্ষেত্রে শুক্রবার বন্ধ হয়েছিল ১৭,৩২৭.৩৫ পয়েন্টে। সোমবার ২০০ পয়েন্ট নেমে নিফটি খোলে ১৭,১৫৬.৩০ পয়েন্ট। এখনও পর্যন্ত ডে হাই ১৭,১৯৬.৪০ পয়েন্ট এবং ডে লো ১৬,৯৭৮.৩০ পয়েন্ট।
সোমবারের বাজারে নিফটি রিয়েলিটির ক্ষেত্রে দাম পড়েছে প্রায় সব শেয়ারের। যার মধ্যে আছে প্রেস্টিজ, সানটেক, ফোনেক্স লিমিটেড, লোধা, শোভা, ডিএলএফ, গোদরেজ প্রপার্টি, ব্রিগেড প্রভৃতি শেয়ারের। একই ভাবে নিফটি মেটাল পড়েছে ৩.৪৬%।
এদিন বিএসই মিডক্যাপে যেসব শেয়ারের দাম পড়েছে তার মধ্যে আছে মুথুট ফিনান্স, ক্যান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভেল, আইডিবিআই, পতঞ্জলি, চোলামন্ডলম ফিনান্স, ইন্ডিয়ান হোটেল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্স, জিন্দাল স্টিল, পলিসি বাজার, টরেন্ট পাওয়ার প্রভৃতি শেয়ারের।
সোমবার ইউএস ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম ৮১.৫০-এর নীচে নেমে গেছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন