

যদি ইন্ডিয়া মঞ্চের কোনও শরিকের কাছে ২০০ কোটি টাকা পাওয়া যায় তাহলে ভারতীয় জনতা পার্টির কাছে ১ লক্ষ কোটি কালো টাকা আছে। শিবসেনা (UBT) নেতা সঞ্জয় রাউথ সোমবার এই দাবি করেছেন।
ঝাড়খন্ড থেকে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ধীরজ প্রসাদ সাহুর বাড়ি ও অন্যান্য জায়গায় আয়কর দপ্তরের হানাদারি প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের রাউথ বলেন, ধীরাজ সাহু কান্ডে বিজেপির ওপর থেকে নীচ – সবাই চেঁচাচ্ছেন। কিন্তু এঁরা কেউ এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা প্রফুল প্যাটেলের ৪০০ কোটি টাকা নিয়ে কিছু বলছেন না। আমি উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে এই বিষয়ে চিঠি লিখবো।
প্রসঙ্গত দেশজুড়ে কংগ্রেস নেতৃত্বাধীন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মঞ্চ ইন্ডিয়ার শরিক উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার গোষ্ঠী।
এদিন রাউথ আরও বলেন, রাজ্যে একনাথ সিন্ধের নেতৃত্বাধীন জোট সরকার অসাংবিধানিক। তিনি বলেন, ২০১৯ সালে মহারাষ্ট্রে যখন মহাবিকাশ আঘাদির সরকার গঠিত হয় তখন অজিত পাওয়ার, জয়ন্ত পাতিল, দিলীপ ওয়ালসে এবং সুনীল ততকারের মত এনসিপি নেতারা আদৌ সিন্ধের সমর্থক ছিলেন না।
সম্প্রতি ঝাড়খন্ডের কংগ্রেস সাংসদ ধীরাজ প্রসাদ সাহুর বাড়ি ও অফিস থেকে হিসাব বহির্ভূত নগদ ৩৫৪ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আয়কর বিভাগ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন