Rupee Vs Dollar: আমেরিকান ডলারের অনুপাতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকার দর

শুক্রবার সকালে ৮২.১৯ এ খোলার পর সকালে ডলারের বিপরীতে ৮২.৩০-এ লেনদেন হয়। পরে, ভারতীয় টাকা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন ৮২.৩৩-এর স্তর ছুঁয়েছে।
ভারতীয় টাকা সর্বনিম্ন স্তরে
ভারতীয় টাকা সর্বনিম্ন স্তরেগ্রাফিক্স - নিজস্ব

মার্কিন বন্ডের বৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে শুক্রবার ভারতীয় টাকা মার্কিন ডলারের বিপরীতে তার সর্বকালের সর্বনিম্ন ৮২.৩৩-এ নেমে এসেছে। বৃহস্পতিবার ভারতীয় টাকা ৮১.৮৯-তে বন্ধ হয়েছিল।

শুক্রবার সকালে ৮২.১৯ এ খোলার পর সকালে ডলারের বিপরীতে ৮২.৩০-এ লেনদেন হয়। পরে, ভারতীয় টাকা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন ৮২.৩৩-এর স্তর ছুঁয়েছে।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং প্রতিকূল ভূ-রাজনৈতিক অবস্থার মধ্যে বিশ্বব্যাংক বৃহস্পতিবার এই আর্থিক বছরের জন্য ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাসকে পূর্ণ শতাংশ পয়েন্ট কমানোর একদিন পরেই ভারতীয় টাকার সর্বকালের সর্বনিম্ন পতন ঘটেছে।

অন্যদিকে সপ্তাহের কেনাবেচার শেষদিনে ভারতীয় শেয়ার বাজারেও সামান্য পতন দেখা গেছে। এদিন সেনসেক্স বন্ধ হয়েছে ৩০.৮১ পয়েন্ট নেমে এবং নিফটি বন্ধ হয়েছে ১৭.১৫ পয়েন্ট নেমে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in