Dollar Vs Rs: ৮০-র দোরগোড়ায় ভারতীয় মুদ্রা, ইউক্রেন যুদ্ধের পর টানা ২৬ বার নিম্নমুখী টাকার মূল্য

ভারতে মুদ্রাস্ফীতির হার বাড়ছে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, চলতি বছরে মুদ্রাস্ফীতির হার ৯.১ শতাংশের উপর চলে যেতে পারে। এই আশঙ্কায়, গত কয়েকমাসে একাধিক বার রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সকল রেকর্ড পিছনে ফেলে এবার ৮০-র দোরগোড়ায় কড়া নাড়ছে টাকার মূল্য। বৃহস্পতিবার, মার্কিন ডলারের (US) তুলনায় টাকার দাম দাঁড়িয়েছে ৭৯ টাকা ৮৪ পয়সা। রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে টানা ২৬ বার টাকার মূল্যের পতন হল।

বাজার বিশেষজ্ঞদের অভিমত, টাকার এই মূল্য পতনের প্রধান কারণ হল - মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র সরকারের তরফে আরও সুদ বৃদ্ধির সম্ভাবনা, শেয়ার বাজারের পতন এবং সেখান থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি প্রত্যাহার।

প্রায় ৪০ বছরের ইতিহাসকে টেক্কা দিয়ে ভারতে মুদ্রাস্ফীতির হার বাড়ছে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, চলতি বছরে মুদ্রাস্ফীতির হার ৯.১ শতাংশের উপর চলে যেতে পারে। এই আশঙ্কায়, গত কয়েকমাসে একাধিক বার রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

চলতি বছরের শুরু থেকেই নাটকীয়তা বজায় রেখে চলেছে শেয়ার মার্কেট। বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) থেকে শুরু করে নিফটি (NIFTY) সর্বত্রই পতন চালু রয়েছে।

বুধবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিলো ৫৩,৫১৪.১৫ পয়েন্টে। বৃহস্পতিবার বাজার খোলার সময় সেনসেক্স দাঁড়ায় ৫৩,৭৯৭.০৯ পয়েন্টে। দুপুর, ১২.১০ টা নাগাদ বাজারের পতন জারি রেখে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৩,৪৪৬.২৩ পয়েন্টে।

২০২২ সালের শুরুতে এক ডলারের মূল্য ছিল ৭৪ টাকা। কিন্তু, মার্চ মাসের শুরুতে টাকার পতন ধাক্কা খেয়ে ৭৭-এর ঘরে চলে যায়। আর, বৃহস্পতিবার তা চলে গেছে ৮০-র দোরগোড়ায়।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in