ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত RSS প্রধান মোহন ভাগবত

গত ৭ মার্চ ৭০ বছরের ভাগবত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন
মোহন ভাগবত
মোহন ভাগবত ফাইল ছবি- সংগৃহীত
Published on

১০ এপ্রিল, নাগপুর- করোনা আক্রান্ত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আরএসএস তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে টুইট করে এমনটাই জানিয়েছে।

কয়েকদিন ধরেই করোনার কিছু উপসর্গ দেখা যাচ্ছিল আরএসএস প্রধান মোহন ভাগবতের শরীরে। আরএসএস টুইট করেছে, মোহন ভাগবত কোভিড উপসর্গ নিয়ে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ মার্চ ৭০ বছরের ভাগবত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। গত কয়েকদিন ধরে গোটা দেশে করোনা ফের মহামারীর আকার ধারণ করেছে। মহারাষ্ট্র-সহ দেশের প্রায় সব রাজ্যেই কোভিড আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। গত বছর এই সময় দেশে লকডাউন চালু হয়ে গিয়েছিল। তারপর সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসে।

কিন্তু এই বছরের শুরু থেকে ফের বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় নাইট কার্ফু, আংশিক লকডাউন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। পশ্চিমবঙ্গেও প্রায় প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in