RRB NTPC: চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ বিহার বনধ, সমর্থন বিরোধী মহাজোটের

রেলে নিয়োগের আরআরবি-এনটিপিসি পরীক্ষার ফলাফলে অনিয়ম এবং গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে হঠাৎই একটির বদলে দুটি পরীক্ষা নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল বিহার।
RRB NTPC: চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ বিহার বনধ, সমর্থন বিরোধী মহাজোটের
ছবি - সংগৃহীত

চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ বিহার বনধ। সেই বনধকে আগেই সমর্থন জানিয়েছিল বামপন্থী দলগুলো, আরজেডি এবং কংগ্রেস। এবার তাদের সমর্থন জানাল বিহারের বিরোধী মহাজোট। পাটনায় বিরোধী মহাজোটের শরিক দলগুলোর নেতারা সাংবাদিক সম্মেলন করে জনসাধারণকে এই বনধকে সর্বাত্মক করে তোলার জন্য আহ্বান জানান।

রেলে নিয়োগের আরআরবি-এনটিপিসি পরীক্ষার ফলাফলে অনিয়ম এবং গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে হঠাৎই একটির বদলে দুটি পরীক্ষা নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছিল বিহারের চাকরিপ্রার্থীরা। গত ২৬ জানুয়ারি বিহার এবং উত্তরপ্রদেশের এলাহাবাদ-সহ বেশ কয়েকটি স্টেশন ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানানোর পর গত কয়েকদিন ধরে তাঁরা পথে নেমেছেন। বুধবার বিহারে সেই বিক্ষোভই ভয়াবহ আকার নেয়।

এদিনের বিহার বনধে শামিল হয়েছে ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) ও অন্যান্য ছাত্র যুব সংগঠন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির গ্রুপ ডি কর্মচারী নিয়োগের পরীক্ষায় অনিয়মের অভিযোগে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে বিহার। তিন ধরে অবরোধ, ভাংচুর, বিক্ষোভ চলেছে। বিক্ষোভের আঁচ পড়ে পাটনা, সমস্তিপুর ও ছাপড়াতেও।

বিহারের মহাজোটের পক্ষ থেকে প্রকাশ্যে বিবৃতিতে বলা হয়েছে, চাকরিপ্রার্থীরা হতাশ। বেকারত্ব এমন জায়গায় পৌঁছেছে যে, গ্রুপ ডি পোস্ট এর জন্য কোটির কাছাকাছি আবেদন জমা পড়েছে। চাকরিপ্রার্থীদের দাবির সঙ্গে তাঁরা সহমত। আন্দোলনকারীদের উপর সবধরনের মামলা প্রত্যাহার করার পাশাপাশি নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

ইতিমধ্যে, রেলের পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য রেলমন্ত্রক কমিটি গড়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানান, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে তাঁদের অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি। রেল মন্ত্রকের নির্দেশ, আগামী তিন সপ্তাহের মধ্যে অভিযোগ জানাতে হবে। সংশ্লিষ্ট কমিটিকে ৪ মার্চের মধ্যে রিপোর্ট দিতে হবে। পাশাপাশি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ভবিষ্যতে রেলে চাকরি না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

RRB NTPC: চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ বিহার বনধ, সমর্থন বিরোধী মহাজোটের
খান স্যারের মতো শিক্ষকদের বিরুদ্ধে FIR ছাত্রদের আন্দোলনকে আরও তীব্র করতে পারে - জিতেন রাম মাঝি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in