BJP সাংসদ নলিন কাতিল
BJP সাংসদ নলিন কাতিলগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

'রাস্তা, সেচ ছোট ইস্যু! আসল কাজ লাভ জিহাদের বিরুদ্ধে লড়া', দাবি BJP সাংসদের

বিজেপি সাংসদ বলেন, 'রাস্তা, সেচ-নিকাশির মতো ছোটখাটো সমস্যা নিয়ে কথা বলবেন না। যদি আপনারা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন, লাভ জিহাদ রুখুন।’
Published on

‘রাস্তা বা সেচ নিয়ে কাজ করতে হবে না, এগুলি ছোট সমস্যা। এর পরিবর্তে লাভ জিহাদের দিকে ফোকাস করুন। এর বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে।’ সম্প্রতি, কর্ণাটকে দলীয় কর্মী সভায় এমনই নিদান দিয়েছেন বিজেপি সাংসদ নলিন কাতিল (BJP MP Nalin Kateel)।

চলতি বছরের শেষে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের উন্নয়নের পরিবর্তে ‘লাভ জিহাদ’ নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বিজেপির এই সাংসদ। যা নিয়ে কন্নড় রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে।

সোমবার, ম্যাঙ্গালুরুতে 'বুথ বিজয় অভিযান' আয়োজন করে বিজেপি। সেখানেই বিতর্কিত বক্তব্য রাখেন লোকসভার সাংসদ নলিন কাতিল।

দলীয় সভায় বিজেপি সাংসদ বলেন, ‘আমি আপনাদের বলছি - রাস্তা, সেচ-নিকাশির মতো ছোটখাটো সমস্যা নিয়ে কথা বলবেন না। যদি আপনারা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন, যদি লাভ জিহাদ বন্ধ করতে চান, তাহলে দরকার বিজেপির। লাভ জিহাদ থেকে মুক্তি পেতে আমাদের দরকার বিজেপি সরকার।’

এদিকে, বিজেপি সাংসদের এই বক্তব্যের তীব্র নিন্দা করছে কংগ্রেস। ভোটারদের মেরুকরণের চেষ্টা করছে বিজেপি, এই অভিযোগ তুলে প্রবীণ কংগ্রেস নেতা শিবকুমার বলেন, ‘সবচেয়ে খারাপ কথা বলেছেন উনি (নলিন কাতিল)। ওরা (বিজেপি) উন্নয়নের দিকে তাকায় না, তারা দেশে শুধু বিভক্ত, হিংসা আর হানাহানি নিয়ে ব্যস্ত।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘ওরা (BJP) শুধু মানুষের আবেগ নিয়ে খেলা করছে। আর আমরা উন্নয়নের কথা বলি, ভাবি মানুষের পেট ভরে কিসে। আমরা চাকরি চাই। আমরা চাই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসুক। আমরা মানুষের দৈনন্দিন জীবনযাপন নিয়ে চিন্তিত।’

কন্নড় বিধানসভার বিরোধী দলনেতা বিকে হরিপ্রসাদ বলেছেন, 'নলিন নিজের জীবনে একবার অন্তত সত্যি কথা বলেছেন। উন্নয়নের নিরিখে বিজেপি কিছুই করেনি। মানুষ যা চেয়েছে তা যখন করতে পারে না, তখন চোখ অন্যদিকে ঘুরিয়ে দেয় ওরা। তারা সাম্প্রদায়িক ইস্যুর দিকে নজর ঘুরিয়ে দেয়। তারা ম্যাঙ্গালুরুকে বিব্রত করতে সমস্ত রকমের চেষ্টা করছেন।'

মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মতো একাধিক বিজেপি-শাসিত রাজ্যে 'লাভ জিহাদ'-এর নামে উত্তেজনা ছড়িয়েছে। 'লাভ জিহাদ' রুখতে নতুন আইনের দাবি জানিয়েছে। সেই দাবি কর্ণাটকেও উঠেছে। কর্ণাটকে জোরপূর্বক ধর্মান্তরকরণের বিরুদ্ধে আইন আছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in