Telangana: মিড ডে মিলে পড়ুয়াদের পাতে ভাত এবং লঙ্কার গুঁড়ো! অভিযোগ সামনে আসতেই শোরগোল স্কুলে

People's Reporter: স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগষ্ট তেলেঙ্গানার কোঠাপল্লি গ্রামের এক সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার খাওয়ার পরেই পড়ুয়াদের পেটে ব্যাথা শুরু হয়।
মিড ডে মিলে পড়ুয়াদের পাতে ভাত এবং শুকনো লঙ্কার গুঁড়ো
মিড ডে মিলে পড়ুয়াদের পাতে ভাত এবং শুকনো লঙ্কার গুঁড়োছবি - সংগৃহীত
Published on

মাছ বা মাংস বা সবজির মতো কোনো পুষ্টিকর খাবার নয়, মিড ডে মিলে দেওয়া হচ্ছে ভাতের উপর শুকনো লঙ্কার গুঁড়ো। সাথে কিছুটা সরষের তেল। সম্প্রতি তেলেঙ্গানার এক স্কুলে এমনই ছবি প্রকাশ্যে এসেছে (যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। অভিযোগ সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগষ্ট তেলেঙ্গানার কোঠাপল্লি গ্রামের এক সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার খাওয়ার পরেই পড়ুয়াদের পেটে ব্যাথা শুরু হয়। অভিভাবকদের অভিযোগ, তাঁরা তাদের সন্তানদের থেকে জানতে পারেন খাবারে শুধু ভাত, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দেওয়া হয়। এরপরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরা। আগেই কেউ এই ভাত ও লঙ্কা গুঁড়োর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন।

বিষয়টি সামনে আসতেই অভিযোগ যায় জেলা শিক্ষা দফতরে। শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি দলকে পাঠানো হয় বিষয়টি খতিয়ে দেখার জন্য। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, পড়ুয়াদের ঠিক খাবারই দেওয়া হয়েছিল। কিন্তু সেই খাবার মুখে দেওয়ার মতো নয় বলে অভিযোগ তোলে তারা।

এরপরেই অভিভাবক এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলেন ওই দলটি। পড়ুয়াদের পক্ষ থেকে জানানো হয়, নিম্নমানের খাবার দেওয়া হয়। দুপক্ষের অভিযোগ শোনার পর শিক্ষা দফতরের আধিকারিকরা জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখে তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন।

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে ভাত এবং শুকনো লঙ্কার গুঁড়ো
UP: 'ক্ষমা না চাইলে জুতো খুলে মারব' - উত্তরপ্রদেশে জনসমক্ষে সরকারী আধিকারিককে শাসানি BJP বিধায়কের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in