Saket Gokhale: ৭২ ঘন্টায় আয়কর দপ্তরের ১১ নোটিশ গোখলেকে! 'মোদী কি ভয় পাচ্ছেন?' মন্তব্য তৃণমূল নেতার

People's Reporter: সাকেত কেন্দ্রকে আক্রমণ করে লিখেছেন, “এটা হাস্যকর! এতে বোঝা যাচ্ছে মোদী সরকার নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হতে দেবে না।“
সাকেত গোখলে
সাকেত গোখলে ছবি - সংগৃহীত

লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচার চলছে জোর কদমে। তার মাঝেই ফের একবার সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার আয়কর দপ্তরের পক্ষ থেকে নোটিশ পাঠানো হল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে। তিনি নিজেই জানালেন, ৭২ ঘন্টায় ১১ টি নোটিশ পাঠানো হয়েছে তাঁকে।

নিজের এক্স হ্যান্ডেলে আয়কর দপ্তরের পাঠানো ই-মেলের স্ক্রিনশট শেয়ার করেছেন সাকেত গোখলে। সেখানে তিনি দাবি করেন, ৭২ ঘন্টায় তাঁকে ১১ টি নোটিশ পাঠানো হয়েছে। যার মধ্যে কয়েকটি মামলা সাত বছর পুরানো।

তৃণমূল নেতা লিখেছেন, “গত ৭২ ঘণ্টায় আয়কর দফতরের কাছ থেকে ১১ টি নোটিশ পেয়েছি। এর মধ্যে কিছু আবার ৭ বছরের পুরনো কর সংক্রান্ত।“ এরপরে তিনি কেন্দ্রকে আক্রমণ করে লিখেছেন, “এটা হাস্যকর! এতে বোঝা যাচ্ছে মোদী সরকার নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হতে দেবে না।“

তিনি আরও লেখেন, “২০২৪ সালের লোকসভা ভোটের প্রাক্কালে বিরোধীদের চাপ দেওয়ার জন্য সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে। আর যখন ইডির দ্বারা কাজ হয় না, তখন আয়কর বিভাগকে ব্যবহার করছে কেন্দ্র। বিজেপি কেন এত মরিয়া? মোদী কি ভয় পাচ্ছেন?”

সাকেতের দাবি, মোদী সরকার ভয় পেয়েই বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছেন।

সাকেত গোখলে
Murshidabad: সেলিমকে প্রার্থী করেই মুর্শিদাবাদের 'খেলা' ঘোরাচ্ছে বামেরা, চিন্তায় তৃণমূল-বিজেপি!
সাকেত গোখলে
Congress: ১০ বছরে ১৫০ লক্ষ কোটি ঋণ নিয়েছে কেন্দ্রের মোদী সরকার, এই টাকা গেল কোথায়? প্রশ্ন কংগ্রেসের
সাকেত গোখলে
টাকা নেই বলে টিকিট পাননি! প্রার্থী না হতে পেরে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল সাংসদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in