Rajasthan: উদয়পুর হত্যাকাণ্ডে 'বিদেশি হাত' - দাবি গেহলটের, নিন্দায় সরব একাধিক মুসলিম সংগঠন

ট্যুইটারে অশোক গেহলট জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে অনুমান, সন্ত্রাস ছড়ানোর জন্যই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ধৃত দুজনের সঙ্গে বাইরের দেশের যোগসাজশের প্রমাণ মিলেছে।’
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটগ্রাফিক্স সুমিত্রা নন্দন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে উদয়পুরের শিরচ্ছেদের ঘটনায় তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)। এরই মাঝে বুধবার, চাঞ্চল্যকর দাবী করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)।

ট্যুইটারে তিনি জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে অনুমান, সন্ত্রাস ছড়ানোর জন্যই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ধৃত দুজনের সঙ্গে বাইরের দেশের যোগসাজশের প্রমাণ মিলেছে।’

অন্য আরেক ট্যুইট বার্তায় রাজস্থানের মুখ্যমন্ত্রী জানান, ‘UAPA আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তভার গেছে NIA-এর এক্তিয়ারে। এই তদন্তে সম্পূর্ণ রূপে সহযোগিতা করবে রাজস্থান ATS। রাজ্যজুড়ে আইন শৃঙ্খলা বজায় রাখার কাজ করতে হবে পুলিশ প্রশাসনকে। কোথাও কোনওরকম বিশৃঙ্খলা দেখলেই কঠোর ব্যবস্থা নিতে হবে।’

গতকালই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের একটি দল। বুধবার বিকালে সেই পুলিশদের পুরস্কার ঘোষণা করেছে গেহলট সরকার।

ট্যুইটারে সেকথা জানিয়ে গেহলট লিখেছেন, ‘পাঁচ পুলিশ সদস্য- তেজপাল, নরেন্দ্র, শওকত, বিকাশ ও গৌতম, যারা উদয়পুর ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করেছেন, তাঁদের সময়ের আগেই পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে, উদয়পুর হত্যাকাণ্ডের নিন্দায় সরব হয়েছে মুসলিমদের প্রভাবশালী সংগঠন অল-ইন্ডিয়া মুসলিম পার্সোনাল–ল বোর্ড (AIMPLB), জমিয়তে উলামায়ে হিন্দ (JUH)। সেইসঙ্গে নিন্দা জানিয়েছেন দিল্লির জামা মসজিদের (Delhi's Jama Masjid) শাহী ইমাম, আজমের শরিফের (Ajmer Sharif) প্রধান।

জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হালসিমুদ্দিন কাসমি এই হত্যাকাণ্ডকে নৃশংস বলে আখ্যায়িত করেছেন।

সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে নবী মোহাম্মদ (সাঃ)-কে অবমাননা ইস্যুতে এই হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু এটি ইসলামের আইনের বিরুদ্ধে। কোনোভাবেই এই হত্যাকাণ্ডকে বৈধ করার সুযোগ নেই।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ধর্ম এবং দেশের আইন, উভয় জায়গাতেই এটি অপরাধ। ভারতে একটি আইনের শাসন রয়েছে। কারও অধিকার নেই, সেই আইন নিজের হাতে তুলে নেওয়ার।’

একইসঙ্গে বুধবার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন দিল্লির জামা মসজিদের (Delhi's Jama Masjid) শাহী ইমাম- শাহী সৈয়দ আহমেদ বুখারি।

তিনি বলেন, 'উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ড মানবতাকে নাড়িয়ে দিয়েছে। এটি শুধু কাপুরুষোচিত কাজই নয়, এটি অনৈস্লামিক, বেআইনি এবং অমানবিক। সমস্ত ভারতীয় মুসলমানদের পক্ষ থেকে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।'

এদিকে, উদয়পুরের হত্যাকাণ্ড-কে 'তালিবানি' মানসিকতার পরিচয় বলে নিন্দা করেছেন আজমের শরিফের (Ajmer Sharif) প্রধান আজমের দরগা দিওয়ান জয়নুল আবেদিন আলি খান।

তিনি বলেন, 'ইন্টারনেটে যে ভয়ংকর ভিডিও ছড়িয়েছে, সেখানে স্পষ্ট, কিছু অনৈতিক মানসিকতা একজন দরিদ্র ব্যক্তির উপর নৃশংস আক্রমণ করেছে। ইসলাম এই কাজকে শাস্তিযোগ্য পাপ বলে মনে করে। কোনও ধর্মই মানুষের বিরুদ্ধে হিংসার কথা বলে না। বিশেষ করে ইসলাম ধর্মে সকল শিক্ষাই শান্তির উৎস হিসেবে কাজ করে।'

এরপরেই আজমের শরিফের প্রধান বলেন, 'মাতৃভূমিতে তালিবানি মানসিকতা কখনওই মেনে নেবে না ভারতের মুসলিমরা।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in