

করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের পথে হাঁটলো রাজস্থান সরকার। বৃহস্পতিবার রাজস্থান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১০ মে সকাল ৫টা থেকে শুরু হয়ে এই লকডাউন চলবে আগামী ২৪ মে সকাল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রীসভার এক ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।
এদিন রাজস্থান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩১ মে পর্যন্ত রাজ্যে কোনো বিয়ের অনুষ্ঠান করা যাবে না। নিজের বাড়িতে বিয়ের অনুষ্ঠান করা যেতে পারে, কিন্তু তাতে ১১ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। ব্যবহার করা যাবেনা কোনো ডিজে, সাউন্ড সিস্টেম, ক্যাটারিং সার্ভিস। যারা আগে থেকেই বিয়ের জন্য বিভিন্ন অনুষ্ঠান স্থল বুকিং করেছিলেন তাদের বুকিং-এর টাকা ফিরিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে।
এই লকডাউনে বন্ধ থাকবে সমস্ত ধর্মীয় স্থান। বন্ধ থাকবে সমস্ত প্রাইভেট এবং পাবলিক পরিবহন। শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত কাজে যেসব গাড়ি ব্যবহৃত হয় তাদের জন্য ছাড় থাকবে।
এই সময় রাজ্য জুড়ে বন্ধ থাকবে মনরেগা সংক্রান্ত সমস্ত কাজ। আন্তরাজ্য এবং অন্তররাজ্য পরিবহন বন্ধ থাকবে। যাতায়াত করা যাবেনা।
পরিযায়ী শ্রমিকদের যাতে অসুবিধে না হয় তাই রাজ্যে সমস্ত উৎপাদন এবং নির্মাণ সংক্রান্ত কাজ করা যাবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন