Rajasthan: ‘স্বাস্থ্যের অধিকার নিয়ে একমত’ - ধর্মঘট প্রত্যাহার করলেন বেসরকারী ডাক্তাররা

গত ২১ মার্চ, রাজস্থান বিধানসভায় ‘স্বাস্থ্যের অধিকার’ নামে একটি বিল পাশ হয়। যে বিল বলা হয়, কোনও ব্যক্তি ইমার্জেন্সিতে চিকিৎসার জন্য গেলেও ফ্রি চিকিৎসা পাবেন।
Rajasthan: ‘স্বাস্থ্যের অধিকার নিয়ে একমত’ - ধর্মঘট প্রত্যাহার করলেন বেসরকারী ডাক্তাররা
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

অবশেষে ধর্মঘট প্রত্যাহার করলেন রাজস্থানের বেসরকারী ডাক্তাররা। সূত্রের খবর, ‘স্বাস্থ্যের অধিকার বিল’ নিয়ে সরকারের সঙ্গে ঐকমতে পৌঁছাছেন তাঁরা।

মঙ্গলবার, এক টুইট বার্তায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, ‘আমি আনন্দিত যে- অবশেষে স্বাস্থ্যের অধিকার নিয়ে সরকার ও ডাক্তারদের মধ্যে একটি চুক্তি হয়েছে এবং স্বাস্থ্যের অধিকার প্রয়োগকারী দেশের প্রথম রাজ্য হিসাবে রাজস্থান উঠে আসছে।’

একইসঙ্গে তিনি বলেন, ‘আমি আশা করি, ভবিষ্যতেও ডাক্তার-রোগীর সম্পর্ক একই রকম থাকবে।’  

গত ২১ মার্চ, রাজস্থান বিধানসভায় ‘স্বাস্থ্যের অধিকার’ নামে একটি বিল পাশ হয়। যে বিল বলা হয়, কোনও ব্যক্তি ইমার্জেন্সিতে চিকিৎসার জন্য গেলেও ফ্রি চিকিৎসা পাবেন। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হলে সরকার তাদের বিল পরে মিটিয়ে দেবে। কিন্তু কাউকে চিকিৎসা না দিয়ে ফেরানো যাবে না।

আর, এই বিল প্রত্যাহারের দাবীতে গত ২৮ মার্চ, রাজ্যজুড়ে ধর্মঘট শুরু করেন রাজ্যের লক্ষাধিক চিকিৎসক। বন্ধ হয়ে যায় রাজ্যের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম। এমনকি, সরকারি হাসপাতালের বহু ওয়ার্ডও। ফলে, চরম বিপদের মুখে পড়েন আচমকা অসুস্থ এবং দুর্ঘটনার কবলে পড়া মানুষজন।

তবে, এখন সেই আন্দোলন বা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

Rajasthan: ‘স্বাস্থ্যের অধিকার নিয়ে একমত’ - ধর্মঘট প্রত্যাহার করলেন বেসরকারী ডাক্তাররা
Rahul Gandhi: শেল কোম্পানীতে ২০ হাজার কোটি টাকা কার? - আদানি ইস্যুতে ফের সরব রাহুল গান্ধী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in