'ভাল করে হিসাব করুন, দেখবেন...', ২০২৪-র ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী রাহুল গান্ধীর

মোদী পদবী মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে সাংসদ পদ খারিজ নিয়ে রাহুল গান্ধী বলেন, ‘এটি আমাকে নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করার সুযোগ করে দিয়েছে।'
'ভাল করে হিসাব করুন, দেখবেন...', ২০২৪-র ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী রাহুল গান্ধীর
ফাইল ছবি
Published on

‘২০২৪ সালে লোকসভা নির্বাচনের ফলাফল দেশবাসীকে অবাক করে দেবে।’ বৃহস্পতিবার, ওয়াশিংটনের ন্যাশনাল প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে ঐক্যবদ্ধ বিরোধীদের শক্তি সম্পর্কে আস্থা প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

আগামী নির্বাচনে কেন্দ্রে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর ব্যাপারে আশা প্রকাশ করে রাহুল বলেন, ‘আমি মনে করি কংগ্রেস পার্টি আগামী নির্বাচনে খুব ভালো ফল করবে। আমি মনে করি এই ফলাফল মানুষকে অবাক করে দেবে। শুধু ভাল করে হিসাব করুন, দেখবেন ঐক্যবদ্ধ বিরোধীরা বিজেপিকে পরাজিত করবেই।’

ভারতে লোকসভা নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি। তবে, প্রস্তুতি নিতে অন্যান্য বিরোধী দলগুলির সাথে কংগ্রেস নিয়মিত আলোচনা করছে বলে জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

তিনি বলেন, ‘বিরোধীরা বেশ ভালভাবে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে কথা বলছি। আমি মনে করি অনেক ভাল কাজ হচ্ছে।’

একইসঙ্গে তিনি জানান, ‘এটি একটি জটিল আলোচনা। কারণ, এমন অনেক জায়গা রয়েছে যেখানে আমরা বিরোধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই কিছু দেওয়া এবং নেওয়া প্রয়োজন। তবে আমি আত্মবিশ্বাসী যে, এটি মহা বিরোধী জোট হবে।’

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে ইঙ্গিত করে রাহুল বলেছেন, 'অপেক্ষা করুন এবং পরবর্তী তিন বা চারটি রাজ্যে নির্বাচন দেখুন - যা ঘটতে চলেছে কর্ণাটক নির্বাচনের ফলাফল তারই একটা ভাল ইঙ্গিত।’

মোদী পদবী মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে সাংসদ পদ খারিজ নিয়েও মার্কিন মুলুকে মুখ খুললেন রাহুল গান্ধী। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা কালে তিনি জানান, ‘এটি আমাকে সুযোগ দিয়েছে।’   

তিনি বলেন, ‘এটি আমাকে সম্পূর্ণরূপে নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করার সুযোগ করে দিয়েছে। আমি মনে করি, তাঁরা (পড়ুন মোদী সরকার) খোলাখুলিভাবে আমাকে একটি উপহার দিয়েছে। তাঁরা এটি বুঝতে না পারলেও, তাঁরা এটি করেছে।’

একইসঙ্গে, রাহুল গান্ধী জানান, তিনি তাঁর জীবনের হুমকির বিষয়ে উদ্বিগ্ন নন। আর, এর জন্য পিছিয়ে যাওয়ার কারণ নেই।

কংগ্রেস নেতা বলেন, ‘আমি হত্যার হুমকি নিয়ে উদ্বিগ্ন নই। সবাইকে মরতে হবে। আমি আমার দাদী এবং বাবার কাছ থেকে এটাই শিখেছি - আপনি এমন কিছুর জন্য পিছপা হয় না।’

প্রসঙ্গত, ১৯৮৪ সালে নিজ দেহরক্ষীদের হাতে খুন হন রাহুল গান্ধীর ঠাকুমা- ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। এবং ১৯৯১ সালে আত্মঘাতী হামলায় নিহত হন রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী (Rajiv Gandhi)। এই দুজনই হত্যার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in