

‘সিলিন্ডারের দাম ১০৫৩ টাকা কেন? দই-সবজির ওপর জিএসটি কেন? সরষের তেল ২০০ টাকা কেন?’ দেশে ক্রমাগত জিনিসপত্রের দাম বৃদ্ধি প্রসঙ্গে বুধবার এক ট্যুইট বার্তায় এই প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এদিনের ট্যুইটে রাহুল গান্ধী আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেরোজগারি নিয়ে প্রশ্ন তোলায় ‘রাজা’ ৫৭ জন সাংসদকে গ্রেপ্তার করেছে আর ২৩ জন সাংসদকে সাসপেন্ড করেছে। লোকতন্ত্রের মন্দিরে রাজা প্রশ্নে ভয় পান, কিন্তু স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই আমরা করতে জানি।
গতকাল এক ট্যুইটে সাংসদকে গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, ‘স্বৈরাচার দেখুন, শান্তিপূর্ণ বিক্ষোভ করতে পারবেন না, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্ব নিয়ে আলোচনা করতে পারবেন না।’ এরপরেই রাহুল লেখেন, ‘পুলিশ ও এজেন্সিগুলোর অপব্যবহার করে, এমনকি আমাদের গ্রেপ্তার করেও, আপনারা কখনো আমাদের চুপ করতে পারবেন না। একমাত্র 'সত্য'ই এই স্বৈরাচারের অবসান ঘটাবে।’
উল্লেখ্য, সংসদের বর্ষাকালীন অধিবেশনে এই নিয়ে তৃতীয়দিন দ্রব্যমূল্য বৃদ্ধি, জিএসটি এবং বেরোজগারি নিয়ে প্রশ্ন তোলায় একাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। বিরোধীদের আলোচনা করার দাবি না মানায় হট্টগোলে বারবার মুলতুবি হয়েছে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন।
গতকাল ১৯ জন সাংসদকে সাসপেন্ড করার পর এদিনও সাসপেন্ড করা হয়েছে আপ-এর সাংসদ সঞ্জয় সিংকে। এদিনও মুলতুবি হয়ে গেছে রাজ্যসভার অধিবেশন। গতকাল যে ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে সিপিআইএম, সিপিআই, ডিএমকে, টিআরএস ও তৃণমূলের সাংসদরা আছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন