

কৃষি আইন বাতিলের প্রতিবাদে এবার ১৮ ফেব্রুয়ারি ৪ ঘন্টার জন্য “রেল রোকো” কর্মসূচি নিল সংযুক্ত কৃষক মোর্চা।
আন্দোলন আরও জোরদার করতে সংযুক্ত কৃষক মোর্চা বিবৃতি দিয়ে জানিয়েছে- “১৮ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সারা দেশ জুড়ে রেল রোকো কর্মসূচি গ্রহণ করা হয়েছে।” এছাড়া ১২ ফেব্রুয়ারির পর থেকে রাজস্থানের টোল আদায়ও বন্ধ করে দেবেন তাঁরা। আগামী ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা বিস্ফোরণে নিহত সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে মোমবাতি মিছিল করবেন কৃষকরা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৬ ই ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত দেশজুড়ে “চাক্কা জ্যাম”-কর্মসূচি পালন করেছিল সংযুক্ত কিষাণ মোর্চা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন