১৮ ফেব্রুয়ারি ৪ ঘন্টা দেশজুড়ে 'রেল রোকো'-র সিদ্ধান্ত আন্দোলনরত কৃষকদের

১৮ ফেব্রুয়ারি ৪ ঘন্টা দেশজুড়ে 'রেল রোকো'-র সিদ্ধান্ত আন্দোলনরত কৃষকদের
ফাইল ছবি

কৃষি আইন বাতিলের প্রতিবাদে এবার ১৮ ফেব্রুয়ারি ৪ ঘন্টার জন্য “রেল রোকো” কর্মসূচি নিল সংযুক্ত কৃষক মোর্চা।

আন্দোলন আরও জোরদার করতে সংযুক্ত কৃষক মোর্চা বিবৃতি দিয়ে জানিয়েছে- “১৮ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সারা দেশ জুড়ে রেল রোকো কর্মসূচি গ্রহণ করা হয়েছে।” এছাড়া ১২ ফেব্রুয়ারির পর থেকে রাজস্থানের টোল আদায়ও বন্ধ করে দেবেন তাঁরা। আগামী ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা বিস্ফোরণে নিহত সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে মোমবাতি মিছিল করবেন কৃষকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৬ ই ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত দেশজুড়ে “চাক্কা জ‍্যাম”-কর্মসূচি পালন করেছিল সংযুক্ত কিষাণ মোর্চা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in