প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীফাইল ছবি সংগৃহীত

আজ সকাল ১০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গতকালই ভারতে কোভিড ভ‍্যাকসিনেশন ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই ইতিহাস রচনা করার পর বিভিন্ন দেশের প্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
Published on

আজ সকাল ১০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট‍্যুইট করে একথা জানানো হয়েছে। ট‍্যুইটারে লেখা হয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল ১০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।"

গতকালই ভারতে কোভিড ভ‍্যাকসিনেশন ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এই উপলক্ষ‍্যে গতকাল দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। চিকিৎসক, হেলথ ওয়ার্কারদের সাথে কথা বলেন। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই ইতিহাস রচনা করার পর বিভিন্ন দেশের প্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in