কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও রঘুনন্দন শর্মা
কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও রঘুনন্দন শর্মাছবি ট্যুইটার ও ফেসবুক থেকে সংগৃহীত

'ক্ষমতার দম্ভ আপনার মাথায় চেপে বসেছে' - কৃষিমন্ত্রীর উদ্দেশ্যে RSS নেতার ফেসবুক পোষ্ট ঘিরে বিতর্ক

Published on

কৃষি আন্দোলন নিয়ে সরকার জেরবার। ঘরে বাইরে প্রবল চাপের মুখে নরেন্দ্র মোদীর সরকার। একদিকে ট্যুইট বিতর্কে আড়াআড়ি ভাগ হয়ে গেছে নেট দুনিয়া। এবার শাসক বিজেপির অন্দরমহলে বেসুরো আওয়াজ। RSS এর তোপের মুখে পড়তে হল কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে।

গত ৪ঠা ফেব্রুয়ারি নিজের ফেসবুক পোষ্টে প্রবীণ বিজেপি তথা আরএসএস নেতা রঘুনন্দন শর্মা লেখেন – আজ আপনি যে শাসন ক্ষমতা পেয়েছেন যদি মনে করেন তা আপনার পরিশ্রমের ফল তাহলে ভুল হচ্ছে। ক্ষমতার দম্ভ যখন বাড়তে থাকে তখন তা নদী, পাহাড়, বৃক্ষের মত দেখা যায়না, তা অদৃশ্য থাকে। যেমন আজ যা আপনার মাথায় চড়ে বসেছে। কষ্ট করে পাওয়া জনমতকে কেন এভাবে নষ্ট করছেন?

মধ্যপ্রদেশের প্রবীণ ওই RSS নেতা আরও লেখেন – কংগ্রেসের ভ্রান্ত নীতি যদি আমরাও চালু করি তা আমাদের আদর্শের জন্য ঠিক নয়। জলভর্তি কলসি কলসি ফোঁটা ফোঁটা করেই খালি হয়। জনমতও একই রকম ভাবে নষ্ট হয়।

সোশ্যাল মিডিয়ার ঐ পোস্টে খানিকটা হতাশার সুরেই লেখেন- “কেউ যদি নগ্ন থাকতে চায়, তাহলে তাকে জোর করে পোশাক পরাতে হবে কেন? যদি মনে করেন কঠোর পরিশ্রমের ফল পাবেন, তাহলে তা আপনার মনের ভুল।”

এদিকে ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত কৃষি আইন বাতিল করার জন্য সরকারকে ২রা অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। কৃষকদের বাঁকা একের পর এক মহাপঞ্চায়েতে উপচে পড়ছে ভিড়। সব মিলিয়ে কৃষি আইন নিয়ে ঘরে বাইরে প্রবল চাপে মোদী সরকার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in