আট রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রসারণের আগেই দেশের আট রাজ্যে বদল হল রাজ্যপাল। বেশ কিছু নতুন নামের পাশাপাশি এই তালিকায় কিছু রাজ্যের রাজ্যপালকে অন্য রাজ্যে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দফাইল ছবি সংগৃহীত
Published on

কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রসারণের আগেই দেশের আট রাজ্যে বদল হল রাজ্যপাল। মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই নিয়োগে সবুজ সংকেত দিয়েছেন। বেশ কিছু নতুন নামের পাশাপাশি এই তালিকায় কিছু রাজ্যের রাজ্যপালকে অন্য রাজ্যে পাঠানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে এই তালিকায় নতুন সংযোজন তারাচাঁদ গেহলট। বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী তারাচাঁদ গেহলটকে কর্ণাটকের রাজ্যপাল করে পাঠানো হচ্ছে।

বিশাখাপত্তনমের প্রাক্তন সাংসদ হরি বাবু কাম্ভাপাটিকে মিজোরামের রাজ্যপাল করা হয়েছে।

গুজরাটের বিজেপি নেতা মঙ্গুভাই ছগনভাই প্যাটেলকে মধ্যপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে।

গোয়া বিধানসভার প্রাক্তন স্পীকার রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে হিমাচল প্রদেশের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে।

মিজোরামের রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাইকে গোয়ার রাজ্যপাল করে পাঠানো হয়েছে।

হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে দায়িত্ব দেওয়া হচ্ছে ত্রিপুরার। ত্রিপুরার বর্তমান রাজ্যপাল রমেশ ব্যাসকে পাঠানো হচ্ছে ঝাড়খন্ডের রাজ্যপাল করে।

হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল বঙ্গারু দত্তাত্রেয়কে পাঠানো হচ্ছে হরিয়ানার রাজ্যপাল করে।

রাষ্ট্রপতির অফিস থেকে জানানো হয়েছে এঁরা যেদিন থেকে নিজেদের দায়িত্ব বুঝে নেবেন সেদিন থেকেই এই নিয়োগ হয়েছে বলে ধরা হবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in