Jammu: চুরির অভিযোগে ধৃত যুবককে জুতোর মালা পরিয়ে শহরে ঘোরালো পুলিশ! বিতর্কের মুখে তদন্তের নির্দেশ

People's Reporter: পুলিশের এ হেন আচরণ ‘অপেশাদার এবং অশোভন’ বলে মন্তব্য করেছেন অনেকেই। বিতর্কের আবহে ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
চোর সন্দেহে যুবককে জুতোর মালা পরিয়ে হেনস্থা
চোর সন্দেহে যুবককে জুতোর মালা পরিয়ে হেনস্থাছবি - সংগৃহীত
Published on

চুরি করতে গিয়েছিলেন। এই অভিযোগে এক যুবককে অর্ধনগ্ন করে গলায় জুতোর মালা পরিয়ে শহর ঘোরালেন পুলিশকর্মীরা। পুলিশের এই 'অতি উৎসাহী পদক্ষেপের' ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশকর্মীদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের এ হেন আচরণ ‘অপেশাদার এবং অশোভন’ বলে মন্তব্য করেছেন অনেকেই। বিতর্কের আবহে ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বক্সিনগরে। অভিযোগ, ওই এলাকায় এক দোকানে ওষুধ কিনতে গিয়ে ৪০ হাজার টাকা চুরি করেন ওই যুবক। ধরাও পড়ে যান। কিন্তু গ্রেফতার না করে পুলিশ ওই যুবককে অর্ধনগ্ন করে হাতকড়া পরিয়ে, গলায় জুতোর মালা ঝুলিয়ে, পুলিশ জিপের বনেটে বসিয়ে জম্মু শহরের রাস্তা ঘোরালো। এমনকি মাইকে ঘোষণা করা হয়, ওষুধ কেনার নাম করে ৪০ হাজার টাকা চুরির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (সেই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। সেখানে দেখা যাচ্ছে, যুবকের গায়ে কোনও জামা নেই। শুধু প্যান্ট পরে রয়েছেন তিনি। গলায় জুতোর মালা। হাতে হাতকড়া পরে পুলিশ জিপের বনেটে বসে রয়েছেন। এরপর গাড়িটি জম্মু শহরে ঘোরানো হচ্ছে। পুলিশের সঙ্গে রয়েছে স্থানীয়রাও।

অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বক্সিনগর থানার স্টেশন হাউস অফিসার। ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশকর্মীর আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেরই মতে, পুলিশের এহেন আচরণ 'অপেশাদার এবং অশোভন'। বিতর্ক শুরু হতেই এই ঘটনায় ভুল স্বীকার করে পদক্ষেপ করেছে জম্মু পুলিশ।

পুলিশের তরফ থেকে বিবৃতি জানানো হয়েছে, গোটা ঘটনার বিভাগীয় তদন্ত হবে। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের জন্য ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার এক আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চোর সন্দেহে যুবককে জুতোর মালা পরিয়ে হেনস্থা
মাথা কামিয়ে, নর্দমার জল খাইয়ে রাস্তায় হামাগুড়ি - গোরক্ষকদের বিরুদ্ধে দুই দলিতকে হেনস্থার অভিযোগ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in