জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের বিক্ষোভ
জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের বিক্ষোভছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রশংসা - জম্মু ও কাশ্মীরে গুলাম নবী আজাদের কুশপুতুল পোড়ালেন কংগ্রেস সমর্থকরা

Published on

তাঁর বিদায় সম্বর্ধনায় কেঁদে ভাসিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই প্রধানমন্ত্রী প্রশংসা শোনা গেছিলো বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের গলায়। যদিও এই ঘটনায় অস্বস্তি বেড়েছিলো কংগ্রেসের অভ্যন্তরে। ক্ষোভ গোপন রাখেননি কংগ্রেস সমর্থকরাও। এবার সেই ক্ষোভের আঁচ সরাসরি পড়লো জম্মু ও কাশ্মীরে। যার জেরে মঙ্গলবার জম্মুর রাস্তায় প্রকাশ্যে গুলাম নবী আজাদের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা।

কংগ্রেস সমর্থকদের বক্তব্য – কংগ্রেসই গুলাব নবী আজাদকে সম্মান দিয়েছে। এতো বড়ো রাজনৈতিক নেতা বানিয়েছে। যখন কংগ্রেসের তাঁর মতো ব্যক্তির সহায়তা দরকার তখন উনি বিজেপির সঙ্গে বন্ধুত্ব করছেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও উনি ডিডিসি নির্বাচনের প্রচারে পর্যন্ত আসেননি। কিন্তু এখন জম্মু ফিরে প্রধানমন্ত্রীর বন্দনা করছেন। বিক্ষোভকারীরা দল থেকে আজাদের বহিষ্কার দাবী করেন।

উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের বেশ কিছু নেতা একজোট হয়ে দলের নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। যাঁদের মধ্যে ছিলেন কপিল সিব্বাল, আনন্দ শর্মা, গুলাম নবী আজাদ প্রমুখ।

অন্যদিকে গুলাম নবী আজাদের এই মন্তব্যের প্রতিবাদে দিল্লি গেছেন জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি গুলাম আহমদ মীর। তিনি আজাদের মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেস মহাসচিব কে সি বেণুগোপালের সঙ্গে দেখা করবেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in