
প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন।
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, "একটি গৌরবময় শতাব্দীর পার করে ঈশ্বরের চরণে বিশ্রাম নিতে গেছেন আমার মা। মায়ের মধ্যে আমি সবসময় ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যাঁর মধ্যে ছিল একজন তপস্বীর যাত্রা, একজন নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের দ্বারা প্রতিশ্রুতিবদ্ধ একটি জীবন।"
আজ হাওড়া নিউ-জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেন সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে পশ্চিম বঙ্গে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু এই মুহূর্তে তিনি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সূত্র মারফত জানা গেছে, পশ্চিমবঙ্গের কর্মসূচিগুলো পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন