
আজ সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইট করে একথা জানানো হয়েছে। ভোটমুখী উত্তরপ্রদেশে একাধিক প্রকল্পের উদ্বোধনে করবেন আজ প্রধানমন্ত্রী। তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর দপ্তরের ট্যুইটারে লেখা হয়েছে, "আজ শ্রী গুরু নানক দেব জির প্রকাশ পূরব। আজ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মহোবায় সেচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন। তারপর 'রাষ্ট্র রক্ষা সম্পর্পন পর্ব'-এর জন্য ঝাঁসি যাবেন তিনি। কিন্তু এই সমস্ত কর্মসূচির আগে সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন