
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, ২০২৬ সালে দেশজুড়ে বাতিল হতে চলেছে ৫০০ টাকার নোট। যা নিয়ে মানুষের মধ্যে ফের নোটবন্দির সময়কার আতঙ্ক-উদ্বেগ ফিরে এসেছে। এই আবহে ভাইরাল ভিডিওর সত্যতা প্রকাশ করল কেন্দ্রীয় সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।
২ জুন 'ক্যাপিটাল টিভি' নামক একটি ইউটিউব চ্যানেলে দাবি করা হয়, আগামী বছর মার্চ মাস থেকে বাজার থেকে পর্যায়ক্রমে ৫০০ টাকার নোট তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। প্রায় ১২ মিনিটের এই ভিডিওটি ৫ লক্ষের বেশি মানুষ দেখেছে। যার পর থেকে নোটবন্দি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এই আবহে পিআইবি-র তরফ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, এই তথ্যটি সম্পূর্ণ ভুল। এই ধরনের কোনও সিদ্ধান্ত ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। ৫০০ টাকার নোট এখনও বৈধ ভারতের বাজারে, আর এই নোট আগামী দিনেও ভারতের বাজারে উপলব্ধ থাকবে। পাশাপাশি দেশের সমস্ত নাগরিকদের ভুল তথ্যের ফাঁদে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদের কোনও তথ্য বা সংবাদ যাচাই না করে বিশ্বাস করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে পিআইবি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং জাল নোটের কারবার রুখতে নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। সেই সময় দেশজুড়ে ১০০০ এবং তৎকালীন ৫০০ টাকার নোট বাতিল ঘোষণা করা হয়। পরিবর্তে আনা হয় ২০০০ টাকা এবং নতুন ৫০০ টাকার নোট। যদিও পরবর্তীতে ২০২৩ সালের মে মাসে ২০০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেয় রিজার্ভ ব্যাঙ্ক।
নতুন ৫০০ টাকার নোটের আয়তন ৬৬ মিলিমিটার-১৫০ মিলিমিটার। এটি হালকা ধূসর রঙের। এই নোটের থিম - লালকেল্লা। এতে ইংরেজি, হিন্দি, বাংলা, অহমিয়া, গুজরাটি, কন্নড়, কাশ্মীরী, কোঙ্কনী, মালয়লম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পঞ্জাবী, তামিল, সংস্কৃত, তেলুগু ও উর্দু সহ ১৭টি ভাষায় ৫০০ টাকা লেখা রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন