
দু’দিন বিরতির পর ফের পরপর দু’দিন বাড়লো পেট্রোল ডিজেলের দাম। শুক্রবার দেশজুড়ে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর ঘোষণা অনুসারে এদিন লিটার পিছু ৩৫ পয়সা করে দাম বেড়ে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৫.১৪ টাকা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৩.৮৭ টাকা।
একইভাবে মুম্বাইতে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৩৪ পয়সা। শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১১.০৯ টাকা লিটার। যা চার মেট্রো শহরের মধ্যে সর্বাধিক। ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০১.৭৭ টাকা।
কলকাতায় লিটার পিছু ৩৩ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫.৭৬ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯৬.৯৮ টাকা।
চেন্নাইতে লিটার পিছু ৩০ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০২.৪০ টাকা লিটার। লিটার পিছু ৩৩ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮.২৬ টাকা।
শেষ ২১ দিনের মধ্যে ১৭ দিন বেড়েছে ডিজেলের দাম। ১৭ দিনে মোট বৃদ্ধির পরিমাণ লিটারে ৫.২৫ টাকা। ডিজেলের মতই শেষ ১৭ দিনের মধ্যে ১৪ দিন বেড়েছে পেট্রোলের দাম। এই ক’দিনে মোট বৃদ্ধির পরিমাণ লিটারে ৩.৯৫ টাকা।
এদিন ঔরঙ্গাবাদে পেট্রোল প্রতি লিটার ১১২.৪২ টাকা, ভূপালে ১১৩.৭৩ টাকা, ইন্দোরে ১১৩.৭৭ টাকা, জয়পুরে ১১২.২৮ টাকা, কোলাপুরে ১১১.১৭ টাকা, নাসিকে ১১১.৪৬ টাকা, ঠানেতে ১১০.৮৯ টাকা, পুণেতে ১১০.৬২ টাকা, ভাইজাগে ১০৯.৮৫ টাকা।
শুক্রবার দেশের বহু শহরেই ডিজেল ১০০ টাকা ছাড়িয়েছে। যার মধ্যে আছে আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, ভূপাল, ভুবনেশ্বর, হায়দারাবাদ, ইন্দোর, জয়পুর, কোলাপুর, নাসিক, পাটনা, রায়পুর, রাজকোট, ভাদোদরা, সুরাট, থানে, ভাইজাগ, থিরুবনন্তপুরম প্রভৃতি শহরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন