Petroleum Price Hike: কলকাতায় ১০০ টাকা ছাড়াল ডিজেল, গাড়ি চলবে কীভাবে? চিন্তায় বাস-ট্যাক্সি মালিকরা

কলকাতায় লিটার পিছু ৩৩ পয়সা বেড়ে এদিন পেট্রোলের দাম ১০৮.৭৮ টাকা এবং লিটার পিছু ৩৬ পয়সা বেড়ে ডিজেলের দাম ১০০.১৪ টাকা।
Petroleum Price Hike: কলকাতায় ১০০ টাকা ছাড়াল ডিজেল, গাড়ি চলবে কীভাবে? চিন্তায় বাস-ট্যাক্সি মালিকরা
ফাইল ছবি সংগৃহীত

মুম্বাই, চেন্নাইয়ের মতো এবার কলকাতাতেও ১০০ টাকা ছাড়ালো ডিজেলের দাম। যদিও পশ্চিমবঙ্গের ২৩ জেলার মধ্যে ২২টিতে ১০০ টাকা ছুঁয়েছে ডিজেল। বৃহস্পতিবার কলকাতাতেও সেঞ্চুরি করলো ডিজেল। এদিন দেশজুড়ে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩০ থেকে ৩৭ পয়সা।

বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ঘোষণা অনুসারে দিল্লিতে লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৮.২৯ টাকা। ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে এদিন দাম ৯৭.০২ টাকা।

দেশের বাণিজ্য রাজধানী বলে কথিত মুম্বাইতে এদিনের বৃদ্ধির পর পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৪.১৪ ও ১০৫.১২ প্রতি লিটার।

কলকাতায় লিটার পিছু ৩৩ পয়সা বেড়ে এদিন পেট্রোলের দাম ১০৮.৭৮ টাকা এবং লিটার পিছু ৩৬ পয়সা বেড়ে ডিজেলের দাম ১০০.১৪ টাকা।

চেন্নাইতে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩০ পয়সা। এদিন চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫.১৩ এবং ডিজেলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়ে ১০১.২৫ টাকা।

বৃহস্পতিবারের দাম বৃদ্ধি অনুসারে দেশের বহু শহরে এখন ডিজেল ১০০ টাকা ছাড়িয়েছে। যার মধ্যে আছে আহমেদাবাদ (১০৪.১৯ টাকা), ঔরঙ্গাবাদ(১০৬.৭০ টাকা), বাঙ্গালোর(১০২.৯৮ টাকা), ভূপাল(১০৬.৩৮ টাকা), ভুবনেশ্বর(১০৫.৮৪ টাকা), জামশেদপুর(১০২.২৮ টাকা), ইন্দোর(১০৬.৪৫ টাকা), হায়দারাবাদ(১০৫.৮৪ টাকা), জয়পুর(১০৬.৮৫ টাকা), নাগপুর(১০৩.২৪ টাকা) প্রভৃতি।

একইভাবে দেশের বহু শহরে পেট্রোল ১১০ টাকা ছাড়িয়ে গেছে। যার মধ্যে আছে ঔরঙ্গাবাদ (১১৫ ৭২ টাকা), ব্যাঙ্গালোর (১১২.০৬ টাকা), ভূপাল (১১৬.৯৮ টাকা), হায়দারাবাদ (১১২.৬৪ টাকা), ইন্দোর (১১৭.০২ টাকা), জয়পুর (১১৫.৫৭ টাকা), কোলাপুর (১১৪.১৯ টাকা), নাসিক(১১৪.৪৮ টাকা), পাটনা (১১২.০৪ টাকা) পুনে (১১৩.৬৪ টাকা) প্রভৃতি শহর।

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ইতিমধ্যেই একাধিক ট্রান্সপোর্ট এজেন্সি তাদের পরিবহন বন্ধ রেখেছে। যাত্রী ভাড়া না বাড়ায় বাস মালিকরাও খরচ তুলতে পারছেন না। ফলে বাস চালানো বন্ধ করে দিয়েছেন অনেকেই। আগামী দিনে পরিস্থিতি না বদলালে এই সংখ‍্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা। এছাড়াও জ্বালানির দাম বাড়ায় সবজি, মাছ থেকে শুরু করে সমস্ত জিনিসেরই দাম আগুন ছোঁয়া। সবমিলিয়ে নাজেহাল অবস্থা আমজনতার।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in