Petrol Price: কলকাতায় সেঞ্চুরি থেকে ৯৬ পয়সা দূরে, চেন্নাইতে ১০০, শ্রীগঙ্গানগরে ১১০ টাকা ছাড়ালো

দেশের মধ্যে পেট্রোল-ডিজেলের দাম সর্বোচ্চ রাজস্থানের গঙ্গানগরে। সেখানে আজ এক লিটার পেট্রোলের দাম ১১০.৪০ টাকা। এক লিটার ডিজেলের জন্য গঙ্গানগরবাসীকে দিতে হচ্ছে ১০২.৪২ টাকা।
পেট্রোলের দাম সেঞ্চুরি করায় ভোপালের একটি পেট্রোলপাম্পের সামনে
পেট্রোলের দাম সেঞ্চুরি করায় ভোপালের একটি পেট্রোলপাম্পের সামনেছবি - গুলটে ডট কমের সৌজন্যে
Published on

দেশে আরো মহার্ঘ্য হলো পেট্রোলের দাম। দু'দিনের বিরতির পর ২ জুলাই শুক্রবার ফের দাম বাড়লো পেট্রোলের, গত ৪ মে-র পর থেকে এই নিয়ে ৩৩ বার। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। দেশের দ্বিতীয় মেট্রো শহরে হিসেবে চেন্নাইতেও ১০০ ছাড়িয়ে গেল পেট্রোলের দাম। কলকাতায় ৯৯ টাকা ছাড়িয়ে গেছে পেট্রোলের দাম।

দেশের ১২টি রাজ‍্যের বিভিন্ন শহর ও কেন্দ্র শাসিত অঞ্চলে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু-কাশ্মীর, ওড়িশা, লাদাখ, পাঞ্জাব, বিহার এবং তামিলনাড়ু।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইট অনুযায়ী শুক্রবার কলকাতায় লিটার পিছু ৪০ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৯.০৪ টাকা। ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় কলকাতায় এক লিটার ডিজেল পাওয়া যাচ্ছে গতকালের দামেই, ৯২.০৩ টাকা।

দেশের বাণিজ্যনগরী মুম্বাইতে ১০৫ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। এদিন লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০৫.২৪ টাকা। ডিজেলের দাম ৯৬.৭২ টাকাই রয়েছে। গত ২৯ মে দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বাইতে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়।

রাজধানী দিল্লিতে শুক্রবার লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৯.১৬ টাকা। এক লিটার ডিজেলের দাম ৮৯.১৮ টাকাই রয়েছে।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। ৩৩ পয়সা বেড়ে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ১০০.১৩ টাকা। এক লিটার ডিজেলের দাম ৯৩.৭২ টাকা।

দেশের মধ্যে পেট্রোল-ডিজেলের দাম সর্বোচ্চ রাজস্থানের গঙ্গানগরে। সেখানে আজ এক লিটার পেট্রোলের দাম ১১০.৪০ টাকা। এক লিটার ডিজেলের জন্য গঙ্গানগরবাসীকে দিতে হচ্ছে ১০২.৪২ টাকা।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করে নিয়েছেন পেট্রোল-ডিজেলের দাম হু-হু করে বাড়াচ্ছে সরকার। তবে এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, করোনা ভ‍্যাকসিনের পিছনে সরকারের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে সরকার সেই অর্থ সঞ্চয়ের চেষ্টা করছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in