টানা দশদিন বৃদ্ধি, পেট্রোল-ডিজেলের দামে প্রতিদিনই নতুন রেকর্ড

কলকাতা সহ দেশের সমস্ত মেট্রো শহরেই বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩০ থেকে ৩৪ পয়সা করে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি হচ্ছে পেট্রোল, ডিজেলের দামের। গতকালের পর আজও জ্বালানি তেলের দাম বাড়ালো তেল বিপণন সংস্থাগুলো। কলকাতা সহ দেশের সমস্ত মেট্রো শহরেই বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩০ থেকে ৩৪ পয়সা করে। এই নিয়ে টানা দশদিন জ্বালানি তেলের দাম বাড়লো দেশে।

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েবসাইট অনুযায়ী দিল্লিতে আজ এক লিটার পেট্রোলের দাম বেড়েছে ৩৪ পয়সা। মূল‍্যবৃদ্ধির পর দিল্লিতে লিটারপিছু পেট্রোলের দাম হয়েছে ৮৯.৮৮ টাকা, আগে যা ছিল ৮৮.৫৪ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৭৯.৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০.২৭ টাকা। রাজধানীতে এর আগে পেট্রোল-ডিজেলের দাম কখনো এই পর্যায়ে পৌঁছায়নি।

দেশের মেট্রো শহরগুলোর মধ্যে জ্বালানি তেলের দাম সবথেকে বেশি মুম্বাইয়ে। সেখানে পেট্রোলের দাম সেঞ্চুরির পথে। বৃহস্পতিবার লিটার প্রতি ৩২ পয়সা মূল্যবৃদ্ধির পর দেশের বাণিজ্য রাজধানীতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬.৩২ টাকা। এক লিটার ডিজেলের দাম ৮৭.৩২ টাকা‌, গতকাল যা ছিল ৮৬.৯৮ টাকা।

থেকে কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৯০.৭৮ টাকা থেকে বেড়ে হলো ৯১.১১ টাকা। গতকালের তুলনায় ডিজেলের দাম ৩২ পয়সা বেড়ে আজ এক লিটার ডিজেলের দাম হয়েছে ৮৩.৮৬ টাকা। কলকাতাতে এই প্রথমবার জ্বালানি তেলের দাম এই পর্যায়ে পৌঁছেছে।

চেন্নাইয়ে লিটারপিছু পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে ৩০ পয়সা করে। অর্থাৎ চেন্নাইতে এক লিটার পেট্রোলের আজকের মূল‍্য ৯১.৯৮ টাকা এবং ৮৫.৩২ টাকা।

গত ৬ জানুয়ারি থেকে দেশে লাগাতার বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। করোনার কারণে জনজীবন বিপর্যস্ত তো ছিলই তার ওপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নিত‍্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in