
একদিন বিরতির পর আরও একদফা বাড়লো পেট্রোল ডিজেলের দাম। এই নিয়ে গত চারদিনে তিনবার বাড়লো পেট্রোপণ্যের দাম। ইন্ডিয়ান অয়েলের সূত্র অনুসারে শুক্রবার দাম বৃদ্ধির পর রাজ্যে পেট্রোলের দাম হয়েছে ১০৭.১৮ প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.২২ প্রতি লিটার। গতকাল কলকাতায় পেট্রোলের লিটার পিছু দাম ছিলো ১০৬.৩৪ টাকা।
শুক্রবার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে গড়ে ৮০ পয়সা। গত চারদিনে পেট্রোপণ্যের দাম প্রতি লিটারে বেড়েছে প্রায় ২.৪০ টাকা।
দিল্লীতে শুক্রবার প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯৭.৮১ এবং ৮৯.০৭ টাকা।
মুম্বাইতে এদিন পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ১১২.৫১ এবং ৯৬.৭০ প্রতি লিটার।
একইভাবে চেন্নাইতে আজ পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৩.৬৭ এবং ৯৩.৭১ টাকা।
ক্রিসিলের বক্তব্য অনুসারে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রক্ষার জন্য পেট্রোল এবং ডিজেলের দামে প্রতি লিটারে কমপক্ষে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধির প্রয়োজন। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১১৮.৭৭ মার্কিন ডলার এবং ইউ এস ক্রুড অয়েলের দাম ১১১.৭৪ মার্কিন ডলার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন