Petrol Diesel Price: টানা চারদিন বাড়লো দাম, কলকাতায় ১০৪ টাকা ছাড়ালো পেট্রোল

ইন্ডিয়ান অয়েলের ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ ৮ অক্টোবর কলকাতায় লিটার পিছু ২৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৪.২৩ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে দাম হয়েছে ৯৫.২৩ টাকা।
Petrol Diesel Price: টানা চারদিন বাড়লো দাম, কলকাতায় ১০৪ টাকা ছাড়ালো পেট্রোল
ফাইল ছবি, সৌজন্যে টাইমস নাও
Published on

দেশে আরও মহার্ঘ্য হলো পেট্রোল-ডিজেল। এই নিয়ে পরপর চারদিন‌ বাড়লো‌ পেট্রোল-ডিজেলের দাম। উৎসবের মরশুমে পেট্রোপণ‍্যের এই লাগাতার মূল‍্যবৃদ্ধিতে আমজনতার মাথায় হাত।

ইন্ডিয়ান অয়েলের ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ ৮ অক্টোবর কলকাতায় লিটার পিছু ২৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৪.২৩ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে দাম হয়েছে ৯৫.২৩ টাকা।

এদিন রাজধানী দিল্লিতে লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩০ পয়সা ও ৩৫ পয়সা। অর্থাৎ দিল্লিতে আজ এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৩.৫৪ টাকা এবং ৯২.১২ টাকা।

এদিন মুম্বাইতে লিটার পিছু ২৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৯.৫৪ টাকা। সেখানে এক লিটার ডিজেলের দাম ৯৯.২২ টাকা।

চেন্নাইতে লিটার পিছু ২৬ পয়সা বেড়ে পেট্রোলের দাম ১০১.০১ টাকা। লিটার পিছু ৩৪ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৬.৬০ টাকা।

গত ১৫ দিনে ১২ বার বেড়েছে ডিজেলের দাম। গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রোলের দামে মোটামুটি স্থিতাবস্থা থাকলেও গত সপ্তাহ থেকে পেট্রোলের দামও বাড়তে শুরু করেছে। গত ১০ দিনের মধ্যে ৮ দিন বেড়েছে পেট্রোলের দাম।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in