

পেগাসাস কোনো ইস্যুই নয়। তাই সরকার এই বিষয়ে আলোচনা করছে না। সরকার জনমুখী ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। পেগাসাস নিয়ে সংসদে আলোচনার দাবিতে একদিকে সরকারের ওপর লাগাতার চাপ প্রয়োগ করছে বিরোধীরা, তখন এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
শুক্রবার কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, পেগাসাস নিয়ে আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই সংসদের উভয় কক্ষে বিশদে বক্তব্য পেশ করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিরোধীরা একটি নন-ইস্যু নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সংসদে। ভারতে এমন অনেক ইস্যু আছে যা সরাসরি জনগণের সাথে জড়িত। সরকার সেগুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
বিরোধীদের আক্রমণ করে তিনি আরও বলেন, সংসদের কাজে বাধা দিচ্ছেন বিরোধীরা। তাঁদের এই ব্যবহার দুর্ভাগ্যজনক।
খুব বেশি আলোচনা ছাড়াই এই সপ্তাহে সংসদের নিম্ন কক্ষে কয়েকটি বিল পাস হয়েছে। কারণ বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে পেগাসাস কেলেঙ্কারি নিয়ে আলোচনার দাবিতে সংসদে বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং অধিকাংশ সময়ই মুলতবি থাকছে অধিবেশন। যদিও এই প্রসঙ্গে যোশী জোর গলায় জানিয়েছেন, আলোচনা না করে সরকার কোনো বিল পাস করতে চায় না।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন