
* অভিযোগ, অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের কনভয়ে আটকে ছিল রাস্তা।
* ফলে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি ২৩ জেইই পরীক্ষার্থী।
* যদিও এই সমস্ত দাবিই অস্বীকার করেছে বিশাখাপত্তনম সিটি পুলিশ।
অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের কনভয় সফরের ফলে দীর্ঘ ট্রাফিক রাস্তায়। অভিযোগ, সে কারণেই জয়েন্ট এন্ট্রাস (মেইন) পরীক্ষায় বসতে পারেননি ২০ জনেরও বেশি পরীক্ষার্থী। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ঘটনাটি ঘটেছে সোমবার বিশাখাপত্তনমের পেন্দুরথির আয়ান ডিজিটাল পরীক্ষা কেন্দ্রের কাছে। সেখানে অনন্ত ২৩ জন পরীক্ষার্থীর অভিভাবকেরা বিক্ষোভ দেখায়। অভিযোগ, দেরিতে আসার জন্য পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তাঁদের সন্তানদের। এর পরেই সমাজ মাধ্যমে দাবি করা হয়, পবন কল্যাণের কনভয়ের জেরে রাস্তা বন্ধ হয়ে যায়। যার ফলে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায়।
যদিও এই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে বিশাখাপত্তনম সিটি পুলিশ। ঘটনার প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে একটি বিশদ ব্যাখ্যাও জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষার নির্দেশিকা অনুসারে পরীক্ষার্থীদের সকাল ৭ টায় পরীক্ষা কেন্দ্রে হাজির হতে হবে। সকাল ৮ টায় গেট বন্ধ করে দেওয়া হবে। আর উপ-মুখ্যমন্ত্রীর কনভয় ওই অঞ্চল দিয়ে গেছে সকাল ৮.৪১ মিনিটে। ফলে এখান থেকেই স্পষ্ট, পবন কল্যাণের কনভয় যাওয়ার সঙ্গে পরীক্ষার কোনও যোগসূত্র নেই।
পুলিশ আরও জানিয়েছে, পরীক্ষা থাকার কারণে ওই দিন সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত ওই রাস্তা খুলে রাখা হয়েছিল। যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে।
বিষয়টির গুরুত্ব মেনে নিয়ে এক বিবৃতি দিয়ে উপ-মুখ্যমন্ত্রীর কার্যালয় (DyCMO) থেকে এই ঘটনার প্রতিক্রিয়া জানানো হয়েছে। পবন কল্যাণ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং রাস্তায় যান চলাচল এবং কনভয় চলাচলের বিস্তারিত পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন