
ওবিসি (Other Backward Classes) সংশোধনী বিল পাশে সংসদের উভয় কক্ষেই সরকারকে সম্পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। এই বিলের মাধ্যমে রাজ্যগুলোকে তাদের নিজস্ব ওবিসি তালিকা তৈরির অধিকার দেওয়া হবে।
সংসদে একটি সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। বিরোধীরাও এই বিলটিকে সমর্থন করবে বলে জানানোয় সহজেই তা পাশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আরজেডি সাংসদ মনোজ সিনহা জানিয়েছেন, "এটা খুব বড় একটা বিষয়। আমরা এই বিলে সরকারকে সমর্থন করবো। এবং আমরা জাতিভিত্তিক জনগণনার জন্যও চাপ দেব সরকারকে।"
গত মে মাসে মারাঠা কোটা ইস্যুতে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট বলেছিল, কেবলমাত্র কেন্দ্রীয় সরকার ওবিসি তালিকা প্রস্তুত করতে পারবে। ২০১৮ সালেই পাশ হওয়া একটি আইনে কেন্দ্রকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্যগুলো কেবল তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারে।
এরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে সংশোধনী বিল পাশের সিদ্ধান্ত নেয়। আজই লোকসভায় এই বিল পেশ করার কথা রয়েছে সরকারের। যদিও অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই পেগাসাস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় কক্ষের কাজই স্থগিত করে দেওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত রাজ্যসভা মুলতবি রয়েছে। অপরদিকে কিছুক্ষণ মুলতবি থাকার পর লোকসভার কাজ ফের শুরু হয়েছে। আজ লোকসভায় ১২টি বিল পেশ করবে সরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন