Padma Awards: মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন ভি এস, ধর্মেন্দ্র - বাংলা থেকে প্রসেনজিত সহ ১১ জন পদ্মশ্রী

People's Reporter: পশ্চিমবঙ্গ থেকে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায় সহ আরও ১১ জন। যদিও এবার পদ্মভূষণ বা পদ্মবিভূষণের তালিকায় রাজ্যের কারোর নাম নেই।
মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন সিপিআইএম নেতা ভি এস অচ্যুতানন্দন এবং অভিনেতা ধর্মেন্দ্র
মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন সিপিআইএম নেতা ভি এস অচ্যুতানন্দন এবং অভিনেতা ধর্মেন্দ্রফাইল ছবি, গ্রাফিক্স আকাশ
Published on

প্রথামতই ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হল পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। রাজ্য থেকে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায় সহ আরও ১০ জন। যদিও এবার পদ্মভূষণ বা পদ্মবিভূষণের তালিকায় রাজ্যের কারোর নাম নেই। এক নজরে দেখে নিন এবারের পদ্ম সম্মান প্রাপকদের নাম। ভারত সরকারের পক্ষ থেকে দেশজুড়ে বিভিন্ন পেশার মানুষজনকে এই পুরষ্কারের মাধ্যমে সম্মান জানানো হয়।

পশ্চিমবঙ্গ থেকে এবার পদ্মশ্রী পাচ্ছেন মোট ১১ জন। যাঁদের মধ্যে আছেন, অশোক কুমার হালদার (সাহিত্য ও সংস্কৃতি), শ্রী গম্ভীর সিং ওনজন (সাহিত্য ও সংস্কৃতি), হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) (শিল্পকলা), জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা), শ্রী কুমার বোস (তবলা বাদক), শ্রী মহেন্দ্র নাথ রায় (সাহিত্য ও সংস্কৃতি), শ্রী প্রসেনজিত চ্যাটার্জি (অভিনেতা), শ্রী রবিলাল টুডু (সাহিত্য ও সংস্কৃতি), শ্রী সরোজ মণ্ডল (চিকিৎসাবিদ্যা), শ্রী তরুণ ভট্টাচার্য (সন্তুর বাদক), শ্রীমতী তৃপ্তি মুখার্জি (শিল্পী)।

কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম নেতা ভি এস অচ্যুতানন্দন এবং অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হচ্ছে। এছাড়াও পদ্মবিভূষণ পাচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে টি টমাস, সঙ্গীতশিল্পী এন রাজম, মালয়ালম সাংবাদিক পি নারায়ণন।

২০২৬ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোশিয়ারী, অভিনেতা মামুত্তি, উদয় কোটাক, ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, অ্যাড গুরু পীযূষ পান্ডে, বিজেপি নেতা ভি কে মালহোত্রা, প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন মোট ১৩১ জন। যার মধ্যে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ১১৩ জন, পদ্মভূষণ ১৩ জন ( ৩ জন মরণোত্তর) এবং সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ পাচ্ছেন ৫ জন।

মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন সিপিআইএম নেতা ভি এস অচ্যুতানন্দন এবং অভিনেতা ধর্মেন্দ্র
Padma Awards: ‘সংস্কৃতি-পরম্পরার জ্ঞান দিলীপ ঘোষের কাছ থেকে নিতে হবে?’ - সুজন চক্রবর্তী
মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন সিপিআইএম নেতা ভি এস অচ্যুতানন্দন এবং অভিনেতা ধর্মেন্দ্র
Padma Awards: 'উনি গুলাম নন, আজাদ থাকতে চান' - বুদ্ধবাবুর প্রশংসা, দলীয় নেতাকে খোঁচা জয়রাম রমেশের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in