গত ৬ বছরে ১০,০০০-র বেশি ‘এনকাউন্টার’ উত্তরপ্রদেশে - পুলিশি রাজে এগিয়ে যোগী রাজ্য

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লক্ষ্য ছিল তাঁর সরকার অপরাধমূলক কাজ এবং দুষ্কৃতীদের বিষয়ে কোনও রকম আপস না করা।
যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ ফাইল চিত্র

‘এনকাউন্টার’ এগিয়ে যোগী রাজ্য! গত ৬ বছরে ১০,০০০-এর বেশি ‘এনকাউন্টার’ হয়েছে উত্তরপ্রদেশে। নিহত হয়েছে ৬৩ জন দুষ্কৃতী। আর, প্রাণ হারিয়েছেন এক পুলিস কর্মী। বৃহস্পতিবার, এক বিবৃতিতে এমনই দাবি করেছে যোগী আদিত্যনাথ সরকার।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৭ সালের পর থেকে এযাবৎ কাল- এনকাউন্টারে রাজ্যের শীর্ষে রয়েছে মিরাটে। সেখানে সর্বোচ্চ ৩,১৫২ টি এনকাউন্টার হয়েছে। আর, ৬৩ জন দুষ্কৃতী নিহত এবং ১৭০৮ জন আহত হয়েছেন।’

‘একই সময়ে একজন পুলিশ কর্মী নিহত এবং ৪০১ জন পুলিশ আহত হয়েছেন। আর, পুলিশের অভিযানে ৫,৯৬৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।’

উত্তরপ্রদেশের পুলিশের হিসাব অনুসারে, ২০১৭ সালের পর রাজ্যে মোট ১০,৭১৩ টি ‘এনকাউন্টার’ হয়েছে!  এরমধ্যে, সর্বোচ্চ ৩,১৫২ টি এনকাউন্টার হয়েছে মিরাটে। তারপরে রয়েছে আগ্রা। সেখানে ১,৮৪৪ টি এনকাউন্টার হয়েছে। এতে নিহত হয়েছে ১৪ জন দুষ্কৃতি। আটক করা হয়েছে ৪,৬৫৪ জন দুষ্কৃতিকে।

তালিকায়, তৃতীয় স্থানে রয়েছে বেরেলি। গত ছ’বছরে এই অঞ্চলে এনকাউন্টার সংঘটিত হয়েছে ১,৪৯৭ টি। এতে নিহত হয়েছে ৭ জন দুষ্কৃতি। গ্রেপ্তার করা হয়েছে ৩,৪১০ জন দুষ্কৃতিকে। এই অপারেশনগুলিতে ২৯৬ জন পুলিশ কর্মী আহত এবং একজন পুলিস কর্মী নিহত হয়েছেন।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লক্ষ্য ছিল তাঁর সরকার অপরাধমূলক কাজ এবং দুষ্কৃতীদের বিষয়ে কোনও রকম আপস না করা। তাই, রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার। রাজ্যকে অপরাধমুক্ত করতে দুষ্কৃতীদের কড়া হাতে দমনের পথে হেঁটেছে যোগী আদিত্যনাথের সরকার।’

যোগী আদিত্যনাথ
আদানি কান্ডে JPC, রাহুলের ক্ষমার দাবি পাল্টা দাবিতে উত্তপ্ত সংসদ - দুই কক্ষেই মুলতুবি অধিবেশন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in