
দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্ক (সিআর পার্ক) –এ একটি মন্দিরের পাশে মাছের বাজার বসা নিয়ে আপত্তি জানানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সাংসদের দাবি, “৬০ বছরে এই প্রথম। ‘বিজেপির গুন্ডারা’ এলাকার মাছ ব্যবসায়ীদের মন্দিরের পাশে ব্যবসা চালানোর জন্য হুমকি দিচ্ছেন”। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন মহুয়া মৈত্র। যেখানে দেখা যাচ্ছে, একদল যুবক মন্দিরের পাশে মাছের বাজার থাকায় মন্দিরের শুদ্ধতা নষ্ট হচ্ছে বলে দাবি করছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দলবল সহ এসে এক ব্যক্তি মাছ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছেন, “বাজারটা মন্দিরের ঠিক পাশে। এটা ভুল। এতে সনাতনীদের ভাবাবেগে আঘাত লাগছে। সনাতন ধর্ম বলে, আমাদের কাউকে হত্যা করা উচিত নয়। মাছ আর মাংস দেবতাদের উৎসর্গ করা হয়, এটা সম্পূর্ণ কাল্পনিক। শাস্ত্রে এর কোনো প্রমাণ নেই। গোটা দেশ এটা দেখছে”।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে, এক ব্যক্তি পাল্টা ওই যুবকদের বলেন, বাজার তৈরির পরে বাজারের বিক্রেতারাই মন্দির তৈরি করেন।
অন্য একজন উদাহরণস্বরূপ কামাখ্যা মন্দিরের কথাও বলেন। যদিও তার পাল্টা যুবকদের দল জানান, সেখানেও প্রতিবাদ করা হচ্ছে। বাজার বসানো নিয়ে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের ভুলত্রুটি শোধরানো হবে বলে দাবি করেন তাঁরা।
দিল্লির চিত্তরঞ্জন পার্ক বাঙালী অধ্যুষিত অভিজাত এলাকা হিসাবে গণ্য করা হয়। সেই এলাকায় মাছ বিক্রেতাদের উপর এহেন ব্যবহারে ক্ষুব্ধ মহুয়া মৈত্র। তাঁর বক্তব্য, “চিত্তরঞ্জন পার্কের যে মন্দির বিজেপির গুন্ডারা দখল করতে চাইছে সেই মন্দিরটি ওই বাজারের আমিষ বিক্রেতারাই তৈরি করেন। সেখানে তাঁরা প্রার্থনা করেন। বড় বড় পুজো হয়। দিল্লিতে বিজেপি সরকারের তিন মাস পূর্তিতে তারা ভাল উপহার দিল”।
অন্যদিকে, মহুয়া মৈত্রের পোস্ট শেয়ার করে দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, “সিআর পার্কের বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিজেপির সমস্যা থাকলে, সেটা ইস্তেহারে বলা উচিত ছিল। ওই এলাকায় বসবাসকারী বাঙালিরা দিল্লির অন্যতম শিক্ষিত সম্প্রদায়। তাঁদের অনুভূতি এবং খাদ্যাভ্যাসকে অবশ্যই সম্মান করা উচিত। আমি একজন নিরামিষভোজী এবং তাঁদের খাদ্যাভ্যাস নিয়ে আমার কখনও সমস্যা ছিল না। কেন বিজেপি এত শান্তিপূর্ণ এলাকায় সমস্যা তৈরি করছে?”
চিত্তরঞ্জন পার্ক গ্রেটার কৈলাশ বিধানসভা কেন্দ্রের অংশ। সৌরভ ভরদ্বাজ টানা তিনবার এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজেপির শিখা রায়ের কাছে হেরে যান।
তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের মতে, চিত্তরঞ্জন পার্কের মাছ ব্যবসায়ীরা সর্বদাই মন্দিরের পবিত্রতা বজায় রেখেছেন। তিনি বলেন, "এলাকার প্রয়োজনে মাছ বাজারগুলি আইনত বরাদ্দ করা হয়েছে। মাছ ব্যবসায়ীরা এলাকায় উচ্চ স্তরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখে। মহুয়া মৈত্রের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটি সিআর পার্কের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য রাজনৈতিক স্বার্থে নিবেদিতপ্রাণ ব্যক্তিরা করেছেন বলে মনে হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দিল্লি পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।"
অন্যদিকে, বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে একজন সাংবাদিক বাজার পরিদর্শন করে মানুষের কাছে জিজ্ঞাসা করছে তাঁদের হুমকি দেওয়া হয়েছে কিনা। মন্দিরের পুরোহিত-সহ কয়েকজন এই ঘটনা অস্বীকার করেছেন। মালব্যর অভিযোগ, মহুয়া মৈত্র ইচ্ছাকৃতভাবে একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করেছেন, সিআর পার্কের শান্তিপূর্ণ পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন