
ফের রক্তাক্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরের কুলগ্রামে রাতভর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২ সেনা। আহত আরও ২। এই নিয়ে এই অভিযানে মোট ১০ জন সেনা আহত হয়েছেন বলে সেনা সূত্রে খবর মিলেছে। জানা গিয়েছে, নিহত জওয়ানরা হলেন ল্যান্সনায়েক প্রীতপাল সিং ও হামিন্দর সিং।
গত ১ আগস্ট থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম জেলার আখাল জঙ্গলে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। ৯ দিনে পড়ল এই অভিযান। যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'অপারেশন আখাল'। জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ বাহিনী ইতিমধ্যেই ১ জন জঙ্গিকে হত্যা করেছে বলে খবর।
আখাল জঙ্গলে ঘাঁটি করেছে জঙ্গিরা। গোয়েন্দাদের এই তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান শুরুর সময় পাঁচজন জঙ্গির উপস্থিতির তথ্য ছিল। যার মধ্যে তিনজন বিদেশী জঙ্গি জঙ্গল যুদ্ধে প্রশিক্ষণ বলে মনে করা হচ্ছে। জঙ্গিদের খোঁজে ওই এলাকায় টানা ন'দিন ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ।
আখাল জঙ্গলে ছড়িয়েছিটিয়ে রয়েছে কয়েকটি গুহা। সেনাবাহিনীর অনুমান, ওই গুহার মধ্যেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। কোথায় কোথায় তারা রয়েছে, তার খোঁজে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করছেন সেনাবাহিনী। একজন নিহত হলেও বাকিদের খোঁজ চালাচ্ছে জওয়ানরা।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। যেখানে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন ভারতীয়। এরপর পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে 'অপারেশন সিঁদুর' অভিযান চালায় ভারত। যার জেরে পাকিস্তানের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত।
এই হামলার তিন মাস পর সম্প্রতি ওই ঘটনায় জড়িত তিন জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনা। লোকসভায় একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মহাদেব’।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন