Hyderabad: রাস্তার দোকানের মোমো খেয়ে বিপত্তি, বিষক্রিয়ায় মৃ*ত এক মহিলা, অসুস্থ ২০

People's Reporter: ঘটনাটি ঘটেছে, হায়দ্রাবাদের নন্দী নগরের বানজারা পাহাড়ে। মৃত ওই মহিলার নাম রেশমা বেগম (৩৩)।
রাস্তার পাশের মোমো খেয়েই মৃত এক মহিলা
রাস্তার পাশের মোমো খেয়েই মৃত এক মহিলাছবি - সংগৃহীত
Published on

রাস্তার পাশের দোকানের মোমো খেয়েই বিপত্তি। বিষক্রিয়া হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় অসুস্থ আরও ২০ জন। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় মোমো বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।

ঘটনাটি ঘটেছে, হায়দ্রাবাদের নন্দী নগরের বানজারা পাহাড় এলাকায়। মৃত ওই মহিলার নাম রেশমা বেগম (৩৩)। গত শুক্রবার রাস্তার পাশে ওই দোকান থেকে মোমো খেয়েছিলেন ওই মহিলা এবং তাঁর ১২ এবং ১৪ বছর বয়সের মেয়ে।

পুলিশ সূত্রে গেছে, মোমো খাওয়ার পরেই তিনজনের মধ্যে মারাত্মক বিষক্রিয়ার লক্ষণ দেখা দিতে শুরু করে। তাদের বমি, ডায়রিয়া এবং পেট ব্যথা শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রেশমা মারা যান। তাঁর দুই মেয়ে এখনও চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় তাঁর পরিবার থানায় অভিযোগ জানায়। জানা গেছে, আরও অন্তত ২০ জন ওই দোকান থেকে মোমো খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

তদন্তে জানা গিয়েছে, খাদ্য সুরক্ষা দফতরের অনুমোদিত লাইসেন্স ছাড়াই ওই দোকানটি চালাচ্ছিলেন বিক্রেতা। অস্বাস্থ্যকর পরিবেশেই চলছিল রান্না। আরও জানা যায়, মোমো তৈরিতে ব্যবহৃত ময়দা কোনও প্যাকিং ছাড়াই ফ্রিজে রাখা ছিল। সেই ফ্রিজের দরজাও ছিল ভাঙা। তবে ঠিক কী থেকে খাদ্যে বিষক্রিয়া ছড়াল, তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, এখনও তদন্ত চলছে। ওই দোকানের খাবারের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত মোমো বিক্রেতাকে অবিলম্বে ব্যবসা বন্ধ করার নোটিস পাঠানো হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in