

গত ১৭ সেপ্টেম্বর তৃতীয় মোদী সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। ঘটনাচক্রে ওইদিনই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ বই প্রকাশ করা হয়েছে। সেই বইতে বিশদে লেখা রয়েছে মোদী সরকারের তৃতীয় মেয়াদে কী কী প্রকল্প নেওয়া হয়েছে।
মঙ্গলবার দিল্লির সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এদিন অমিত শাহ বলেন, তৃতীয় বার ক্ষমতায় আসার মাত্র ১০০ দিনেই ১১ লক্ষ মহিলাকে ‘লাখপতি দিদি যোজনা’-র আওতায় আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, প্রায় এক কোটি মহিলা এখন বছরে এক লক্ষ টাকা পান। মহিলারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারেন, সে জন্যই এই যোজনা শুরু করেছে মোদী সরকার।
এদিন অমিত শাহ আরও জানান, ‘‘চলতি মেয়াদে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ইতিমধ্যেই তিন লক্ষ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। ২৫ হাজার প্রত্যন্ত গ্রামকে সড়কপথে যুক্ত করা হয়েছে। এই প্রকল্পে ৫০ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এ ছাড়াও, মহারাষ্ট্রের বধাবনে তৈরি করা হয়েছে একটি গভীর জলের বন্দর। বধাবন বন্দরের জন্য ইতিমধ্যেই ৭৬ হাজার ২০০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব ঠিক থাকলে এটি বিশ্বের শীর্ষ ১০টি বন্দরের মধ্যে জায়গা করে নেবে।“
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, “খারিফ শস্যের উপর ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি) বৃদ্ধি, পেঁয়াজ ও বাসমতি চালের ন্যূনতম রপ্তানি মূল্য (এমইপি) অপসারণ, অপরিশোধিত পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেল আমদানিতে শুল্ক বৃদ্ধি — ইত্যাদি নানা পদক্ষেপ প্রমাণ করে কৃষির দিকেও নজর রয়েছে সরকারের।’’ কৃষি খাতে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে ‘এগ্রিসিওর’ নামে একটি তহবিলও তৈরি করেছে সরকার। এতে ক্ষুদ্র এবং গ্রামীণ উদ্যোগগুলিও উৎসাহ পাবে।
উল্লেখ্য, গত ৯ জুন তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসেন মোদী সরকার। মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের ১০০ দিন পূর্ণ হয়। সে উপলক্ষ্যে এদিন দিল্লিতে মিলিত হয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন