‘হায় ভগবান! ওঁদের হাঁটু দেখা যাচ্ছে তো' - 'ছেঁড়া জিন্স' বিতর্কে প্রিয়াঙ্কার তির্যক ট্যুইট

গতকাল ট্যুইটারে নরেন্দ্র মোদি, নীতিন গড়করির ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা গান্ধী। ছবিতে দেখা যাচ্ছে সংঘের পুরনো উর্দি সাদা জামা এবং খাঁকি হাফপ্যান্ট পরে আছেন মোদি, গড়করি। আছেন সংঘ প্রধান মোহন ভাগবতও
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
প্রিয়াঙ্কা গান্ধী বঢরাপ্রিয়াঙ্কা গান্ধীর বঢরার ট্যুইট থেকে সংগৃহীত

উত্তরাখণ্ডের বিজেপি শাসিত সরকারের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতের 'ছেঁড়া জিন্স' মন্তব্য ঘিরে এবার আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সম্প্রতি তীর্থ সিং রাওয়াতের এই মন্তব্যে গোটা দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। মহিলারাও ছেঁড়া জিন্স (রিপড জিন্স) পরে ছবি শেয়ার করেন।

গতকাল ট্যুইটারে নরেন্দ্র মোদি, নীতিন গড়করির একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ছবিতে দেখা যাচ্ছে সংঘের পুরনো উর্দি সাদা জামা এবং খাঁকি হাফপ্যান্ট পরে আছেন মোদি, গড়করি। সেখানে আছেন সংঘ প্রধান মোহন ভাগবতও। তাঁদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা লেখেন, ‘হায় ভগবান! ওঁদের হাঁটু দেখা যাচ্ছে তো।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার দেরাদুনে উত্তরাখণ্ডের শিশু অধিকার রক্ষা কমিশনের কর্মশালায় তীর্থ সিং রাওয়াত মন্তব্য করেন, ‘ছেঁড়া ডেনিম পরছেন, হাঁটু দেখা যাচ্ছে, এই মূল্যবোধই দেওয়া হচ্ছে এখন।'

তাঁর অভিযোগ, কোথায় থেকে শেখানো হচ্ছে এসব? স্কুল বা শিক্ষকদের কি কোনও ভুল রয়েছে? আমরা ছেলেকে ছেঁড়া জিন্স পরিয়ে কোথায় নিয়ে চলেছি? মেয়েরাও ছেঁড়া জিন্স পরছেন। যেখানে পশ্চিমী দেশগুলি আমাদের যোগাসনকে অনুসরণ করছেন, সেখানে কেন ভারতীয়রা ছেঁড়া জিন্স পরছেন?

সেই বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, অভিনেত্রী জয়া বচ্চনরাও। যদিও তীর্থের হয়ে সাফাই গেয়েছেন স্ত্রী রশমি ত্যাগী। তাঁর সাফাই, 'ওনার বক্তব্য আমরা অন্ধের মতো কীভাবে পশ্চিমী সংস্কৃতির পিছনে দৌড়চ্ছি। হাজার-হাজার বছর ধরে আমাদের নিজের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা অনুসরণ করছি না। কিন্তু ওঁনার একটি শব্দ তুলে ধরে প্রসঙ্গে ছাড়াই তা বলা হয়েছে। ভুল ব্যাখ্যা করা হয়েছে।' মুখ্যমন্ত্রীর হয়ে তাঁর স্ত্রী সাফাইও কার্যত ধোপে টেকেনি, তা বলাই বাহুল্য।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in