

২০২১-২২ অর্থ বছরে ‘অজানা উৎস’ থেকে ২৯১ কোটি টাকা তহবিল পেয়েছে বিজু জনতা দল (BJD)। সম্প্রতি, নির্বাচন সমীক্ষক সংস্থা - অ্যাসোয়িয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্ম (ADR) যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। আর এই রিপোর্ট নিয়ে ওড়িশার শাসক দল BJD-কে নিশানা করেছে বিরোধী কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP)।
ADR রিপোর্ট অনুসারে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)-এর নেতৃত্বাধীন বিজেডি ২০২১-২২ অর্থ বছরে অজানা উৎস থেকে ২৯১ কোটি টাকারও বেশি তহবিল পেয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০২১-২২ অর্থ বছরে বিজেডি’র মোট আয় ছিল ৩০৭.২৯ কোটি টাকা। তবে, বার্ষিক এই আয়ের মোট ৯৪.৭৩ শতাংশ অনুদান এসেছে ‘অজানা উৎস’ থেকে।
এই রিপোর্টকে হাতিয়ার করে প্রবীণ কংগ্রেস নেতা সুরেশ রাউত্রে (Suresh Routray) বলেন, বড় বড় শিল্প এবং কর্পোরেটদের কাছ থেকে বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করছে শাসক দল BJD। অভিযোগ তুলে তিনি বলেন, ‘যেহেতু ২০০০ সাল থেকে ক্ষমতায় রয়েছে তাঁরা, তাই বড় কর্পোরেটরা নিজেদের পরিচয় প্রকাশ না করেই তাদেরকে অনুদান দিচ্ছে।’
এ নিয়ে সুর চড়ান ওড়িশা বিধানসভায় BJP-র চিফ হুইপ মোহন মাঝি (Mohan Majhi)। তাঁর কথায়, ADR রিপোর্ট রাজ্য সরকারের মহা-দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, লেনদেনে কোনও স্বচ্ছতা নেই। যার কারণে এই বিপুল পরিমাণ 'বেনামি তহবিল' ক্ষমতাসীন দলের অ্যাকাউন্টে চলে গেছে।
অভিযোগের সুরে তিনি বলেন, ‘আমি মনে করি ADR রিপোর্টে সামান্য পরিমাণের কথা বলা হয়েছে। আমরা যদি ADR রিপোর্টের বাইরে যাই, আমরা দেখতে পাব যে হাজার হাজার কোটি টাকা BJD-র অ্যাকাউন্টে গিয়েছে। সম্প্রতি, উপনির্বাচনের সময় এটি প্রতিফলিত হয়েছে।’
বিরোধীদের অভিযোগের প্রতিক্রিয়ায় BJD বিধায়ক ধ্রুবা সাহু (Dhruba Sahoo) বলেন, ‘প্রতি বছর সময়মত, সঠিকভাবেই আমরা ভারতের নির্বাচন কমিশন এবং আয়কর বিভাগের কাছে আমাদের বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট জমা দিয়েছি।’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন