
২০২৩ সালের অক্টোবর মাসে ভোক্তা মূল্য সূচক (Consumer Price Index) ছিল ৪.৮৭%। যা চলতি বছরের অক্টোবর মাসে বেড়ে দাঁড়ালো ৬.২১%। এই বছরেরই সেপ্টেম্বর মাসে যা ছিল ৫.৪৯%। মঙ্গলবারই এই বিষয়ে সরকারি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, খাদ্যদ্রব্যের দামে অতিরিক্ত বৃদ্ধির কারণে সূচকে এই বৃদ্ধি ঘটেছে।
জাতীয় পরিসংখ্যান বিভাগের (National Statistics Office) পরিসংখ্যান অনুসারে খাদ্যপণ্যের ক্ষেত্রে অক্টোবর মাসে মুদ্রাস্ফীতি ঘটেছে ১০.৮৭%। যা সেপ্টেম্বর মাসে ছিল ৯.২৪% এবং গতবছরের অক্টোবর মাসে ছিল ৬.৬১%।
উল্লেখ্য, কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান বছরের সেপ্টেম্বরে গত ন’মাসের মধ্যে সর্বোচ্চ ছিল মূল্যবৃদ্ধির হার। ভোক্তা মূল্য সূচক-এর নিরিখে খুচরো মুদ্রাস্ফীতির হার এই বছরের আগস্ট মাসে ছিল ৩.৬৫ শতাংশ।
২০২৩-এর সেপ্টেম্বর মাসে খুচরো মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল ৫.০২ শতাংশ। তবে উচ্চ মুদ্রাস্ফীতির হার দেখা গিয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। ওই সময় সূচক ৫.৬৯ শতাংশে দাঁড়িয়েছিল। যা এ বার ছাপিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন