NEET-UG 2025: প্রকাশিত নিট পরীক্ষার ফল, উত্তীর্ণের তালিকায় OBC পড়ুয়াদের আধিপত্য

People's Reporter: উত্তীর্ণ মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২,৩৬,৫৩১ জন। চলতি বছর বিভাগ অনুসারে ওবিসি শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি।
NEET-UG 2025: প্রকাশিত নিট পরীক্ষার ফল, উত্তীর্ণের তালিকায় OBC পড়ুয়াদের আধিপত্য
প্রতীকী ছবি
Published on

প্রকাশিত হল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার (NEET-UG) ফল। শনিবার দুপুরে পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে ফল ঘোষণা করা হয়। উত্তীর্ণ মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২,৩৬,৫৩১ জন। চলতি বছর বিভাগ অনুসারে ওবিসি শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি।

চলতি বছর ওবিসি বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। ৯,৪৮,৫০৭ জন নিবন্ধিত প্রার্থীর মধ্যে ৯,২৫,৭৩৯ জন পরীক্ষা দিয়েছিলেন। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫,৬৪,৬১১।

এছাড়া জেনারেল বিভাগ থেকে ৬,৮৯,৩৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬,৬৫,৮৫৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। উত্তীর্ণ হয়েছেন ৩,৩৮,৭২৮ জন।

তফসিলি জাতি (এসসি) বিভাগে তৃতীয় সবথেকে বেশী পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। ৩,৩৩,৬৪৬ জনের মধ্যে ৩,২২,৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে ১,৬৮,৮৭৩ জন উত্তীর্ণ হয়েছে।

এছাড়া তপসিলি উপজাতি (এসটি) বিভাগ থেকে ১,৫০,২২৪ জনের মধ্যে ১,৪৩,৬০২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। যার মধ্যে ৬৭,২৩৪ জন উত্তীর্ণ। EWS বিভাগে ১,৫৪,১৩২ জন শিক্ষার্থীর মধ্যে ১,৫১,৫৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ৯৭,০৮৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

NEET-UG 2025: প্রকাশিত নিট পরীক্ষার ফল, উত্তীর্ণের তালিকায় OBC পড়ুয়াদের আধিপত্য
অটো চালিয়ে মেয়েকে পড়িয়েছেন বাবা, উচ্চশিক্ষার জন্য যাচ্ছিলেন লন্ডন! বিমান দুর্ঘটনায় সব শেষ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in