জনগণের ইচ্ছেতে নয়, রাজনৈতিক বিদ্বেষ: খেলরত্ন পুরস্কারের নামবদল প্রসঙ্গে শিবসেনা

সামনা-তে বলা হয়, রাজীব গান্ধীর আত্মত‍্যাগকে অপমান না করেই মেজর ধ‍্যানচাঁদকে সম্মানিত করা যেত। কিন্তু আমাদের দেশ থেকে সেই ঐতিহ্য এবং সংস্কৃতি হারিয়ে গেছে। এই ঘটনায় স্বর্গে ধ‍্যানচাঁদও দুঃখ পেয়েছেন।
জনগণের ইচ্ছেতে নয়, রাজনৈতিক বিদ্বেষ: খেলরত্ন পুরস্কারের নামবদল প্রসঙ্গে শিবসেনা
ছবি ইনসাইড স্পোর্টস-এর সৌজন্যে

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজীব গান্ধীর নামে থাকা খেলরত্ন পুরস্কারের নাম বদল প্রসঙ্গে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করলো শিবসেনা। তাদের কথায়, জনগণের ইচ্ছেতে নয় বরং সম্পূর্ণ রাজনৈতিক কারণে এই নাম বদল করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রিকেটে কী অবদান রয়েছে, যার জন‍্য আহমেদাবাদের একটি ক্রিকেট স্টেডিয়াম তাঁর নামে করা হয়েছে, শিবসেনার মুখপত্র 'সামনা'-র সম্পাদকীয় বিভাগে এই প্রশ্নও করা হয়েছে।

ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার, যা রাজীব গান্ধীর নামে রাখা হয়েছিল। গত সপ্তাহে শুক্রবার টোকিও অলিম্পিক্সে ভারতের পুরুষ ও মহিলা হকি টিমের প্রশংসনীয় পারফরম্যান্সের জন্য খেলরত্ন পুরস্কার থেকে রাজীব গান্ধীর নাম সরিয়ে কিংবদন্তি হকি খেলোয়াড় ধ‍্যানচাঁদের নামে করা হয়।

নামবদলের ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মেজর ধ‍্যানচাঁদের নামে খেলরত্ন পুরস্কারের নাম রাখার জন্য দেশের বহু নাগরিকের কাছ থেকে অনুরোধ পেয়েছিলেন তিনি।

সোমবার 'সামনা'-র সম্পাদকীয়তে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের সমালোচনা করে বলা হয়েছে - প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার। তাঁদের মতো নেতাদের সাথে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের উন্নয়নের জন্য তাঁদের আত্মত্যাগকে উপহাস করা যায় না কখনো। জনগণের ইচ্ছেতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ‍্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হয়নি, এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক খেলা।

সামনা-তে আরো বলা হয়, "রাজীব গান্ধীর আত্মত‍্যাগকে অপমান না করেই মেজর ধ‍্যানচাঁদকে সম্মানিত করা যেত। কিন্তু আমাদের দেশ থেকে বর্তমানে সেই ঐতিহ্য এবং সংস্কৃতি হারিয়ে গেছে। এই ঘটনায় স্বর্গে ধ‍্যানচাঁদও দুঃখ পেয়েছেন।"

শিবসেনার কথায়, মোদী সরকার একটি পুরস্কারের নাম বদলে ধ‍্যানচাঁদের নামে করেছে তার মানে এই নয় যে আগের সরকারগুলো ধ‍্যানচাঁদকে ভুলে গিয়েছিল। পুরস্কার থেকে রাজীব গান্ধীর নাম সরানো রাজনৈতিক বিদ্বেষ‌।

রাজীব গান্ধী কখনো তাঁর হাতে হকি স্টিক নিয়েছিলেন কিনা তা নিয়ে বেশ কয়েকজন বিজেপি নেতা প্রশ্ন করেছিলেন। এই প্রসঙ্গে মারাঠি দৈনিকে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে বলা হয়েছে, নরেন্দ্র মোদী ক্রিকেটের জন্য কী করেছেন যাতে আহমেদাবাদে সর্দার প‍্যাটেলের নামে থাকা স্টেডিয়াম নিজের নামে করে নিয়েছেন তিনি? বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মৃত্যুর পর দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম তাঁর নামে করা হয়েছে, কেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in