

গত দু'দিন ধরে দেশজুড়ে চলেছে ৪৮ ঘণ্টার ব্যাংক ধর্মঘট। সোমবারের পর মঙ্গলবারও জারি ছিলো সেই ধর্মঘট। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারিকরণের কথা জানিয়েছিলেন। তার প্রতিবাদেই ব্যাংককর্মীরা ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের মধ্যেই অর্থমন্ত্রী জানালেন, ‘সব ব্যাংকের বেসরকারিকরণ হবে না। কর্মীদের স্বার্থ রক্ষা করার কথা ভাববে সরকার।’
মন্ত্রিসভার বৈঠকে কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানাতেই গতকাল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি জানান, ইন্দিরা গান্ধী ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করেছিলেন। তিনি বলেন, ‘আপাতত যে কটি ব্যাংক আছে তাদের মধ্যে কোনোটি খুব ভালো কাজ করছে, কোনওটি গড়পড়তা। তবে সবারই কোনও না কোনও ভূমিকা আছে, তাতে কোনও সন্দেহ নেই।’
সব ব্যাংক এখনই বেসরকারিকরণ হয়ে যাচ্ছে না বলে জানান তিনি। কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ব্যাংকগুলোর উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মানে এই নয় যে ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে বা কর্মীদের কোনও দায়িত্বই আর নেবে না সরকার।’অর্থমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, ব্যাংক বেসরকারিকরণের পর এই ব্যাংকগুলো ঠিকভাবে চলছে কিনা, তা দেখবে সরকার। প্রত্যেক কর্মীর স্বার্থ রক্ষা করা হবে। তিনি আরও জানান, এটা সরকারের কোনও হঠকারী সিদ্ধান্ত নয়। অনেক চিন্তা-ভাবনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক কর্মীদের মতে, ব্যাংকের যদি বেসরকারিকরণ হয়, তাহলে চাকরি হারাবেন অনেকে। তাই গত ফেব্রুয়ারি মাসে বৈঠক হয়েছিল ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের। সেখানে স্থির হয় ১৫ মার্চ থেকে দুই দিন দেশজুড়ে ধর্মঘটের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন