

গত চার-পাঁচ বছরে একজন কর্মীও নিয়োগ করেনি সরকারি মালিকানাধীন দুই বীমা সংস্থা - ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (OICL) ও ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (NICL)। বুধবার, সংসদের শীতকালীন অধিবেশনে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ড. ভাগবত কারাদ।
দিল্লিতে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স-এর সদর দফতর অবস্থিত। গত পাঁচ বছরে, এখানে কোনও নতুন কর্মী নিয়োগ হয়নি। একই হাল ন্যাশনাল ইন্স্যুরেন্স-এও। কলকাতায় এর সদর দফতরে গত চারবছর কোনও কর্মী নিয়োগ হয়নি।
রাজ্যসভায় CPI(M) সাংসদ এ. এ. রহিমের এক প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী ভাগবত বলেন, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ আর্থিক বছরের মধ্যে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স এবং ২০১৮-১৯ থেকে ২০২১-২২ আর্থিক বছরের মধ্যে ন্যাশনাল ইন্স্যুরেন্সে কোনও নতুন নিয়োগ করা হয়নি৷
এছাড়া, ২০২১-২২-এ মাত্র একজনকে নিয়োগ দিয়েছে দ্য এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড (AICIL)। এর আগে, ২০১৭-১৮ আর্থিক বছরে সর্বশেষ ৪৫ জনকে নিয়োগ দিয়েছিল AICIL। মধ্যবর্তী সময়কালে কোনও কর্মী নিয়োগ হয়নি।
তবে কিছু ব্যতিক্রম আছে। ২০১৮-১৯ থেকে ২০২১-২২ আর্থিক বছরের মধ্যে বেশকিছু সরকারি বীমা সংস্থা কর্মী নিয়োগ করেছে। যে তালিকায় রয়েছে -
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC):- ২০১৯-২০ আর্থিক বছরে ৪,১৭৭ জন, ২০২০-২১-এ ৬,১৫৩ জন এবং ২০২০-২১ আর্থিক বছরে ৭৩৬ জন কর্মী নিয়োগ করেছে।
নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স (NIA):- (২০১৮-১৯ আর্থিক বছরে ২৯৭ জন, ২০১৯-২০ তে ৬৮৪ জন, ২০২০-২১ আর্থিক বছরে ৩০৪ জন এবং ২০২২ সালে ২০৯ জন কর্মীকে দেশের বিভিন্ন প্রান্তে নিয়োগ করেছে।
ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স (UII):- ২০১৮-১৯ আর্থিক বছরে ৬৫৭ জন, ২০১৯-২০ তে ১২ জন এবং ২০২১-২২ আর্থিক বছরে ৮ জন কর্মী নিয়োগ করেছে।
এছাড়া, এগ্রিকালচার ইন্স্যুরেন্স (AIC)- ২০১৮-১৯ আর্থিক বছরে ৪৫ জন এবং ২০২২ সালে মাত্র একজনকে নিয়োগ দিয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
