No Confidence Motion: ৮ আগস্ট সংসদে 'ইন্ডিয়া' মঞ্চের অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা

লোকসভার স্পীকার ওম বিড়লার পৌরহিত্যে লোকসভা বিজনেস অ্যাডভাইসরি কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই বৈঠক থেকে বিরোধীরা ওয়াকআউট করে।
সংসদে হট্টগোল
সংসদে হট্টগোলফাইল ছবি ডেকান হেরাল্ডের সৌজন্যে

বিরোধী রাজনৈতিক মঞ্চ ‘ইন্ডিয়া’-র আনা অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে আগামী ৮ আগস্ট। ওইদিন থেকে শুরু হয়ে তিনদিন আলোচনা চলবে অনাস্থা প্রস্তাব নিয়ে।

লোকসভার স্পীকার ওম বিড়লার পৌরহিত্যে লোকসভা বিজনেস অ্যাডভাইসরি কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই বৈঠক থেকে বিরোধীরা ওয়াকআউট করে। বিরোধীদের দাবি ছিল অবিলম্বে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে হবে। যে প্রস্তাবে সম্মত হননি স্পীকার।

সূত্র অনুসারে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যাতে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী এই বিতর্কে অংশগ্রহণ করেন।

গত সপ্তাহে বিরোধী রাজনৈতিক মঞ্চ ‘ইন্ডিয়া’-র পক্ষ থেকে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এই প্রস্তাব আনেন। ২০১৮ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হবেন।  

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in