
"না আছে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ-তহবিল। না আমি এই রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী"। রবিবার নিজের সংসদীয় এলাকা মান্ডির বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্গতদের ত্রাণ প্রসঙ্গে এহেন অদ্ভুত যুক্তি দিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রী সাংসদের এহেন মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস এই মন্তব্যকে 'অসংবেদনশীল' বলে কটাক্ষ করেছে।
মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। এখনও পর্যন্ত সেরাজ্যে ৭৮ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ বহু। আহতের সংখ্যা শতাধিক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কঙ্গনা রানাউতের সংসদীয় এলাকা মান্ডি। রবিবার নিজের সংসদীয় এলাকা পরিদর্শনে যান কঙ্গনা। বিধ্বস্ত হিমাচলের পরিস্থিতি দেখতে গিয়ে অদ্ভূত যুক্তি দেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউত।
সেখানে কঙ্গনাকে ত্রাণ তহবিল নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে উত্তর দেন, "ত্রাণ হোক বা দুর্যোগ নিজেই - আমার কোনও ক্যাবিনেট পোস্ট নেই। আমার দুই ভাই সর্বদা আমার সাথে থাকেন। এটাই আমার মন্ত্রিসভা। দুর্যোগে ত্রাণের জন্য আমার কোনও তহবিল নেই। আমার মন্ত্রিসভায় কোনও পদও নেই। সাংসদদের কাজ সংসদেই সীমাবদ্ধ। আমরা খুবই ক্ষুদ্র"।
তবে কেন্দ্র সরকারের কাছ থেকে ত্রাণ-সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিনেত্রী সাংসদ। তিন বলেন, "আমাদের কেন্দ্রীয় সরকার... আপনারা দেখেছেন কত মানুষকে উদ্ধার করা হচ্ছে। আজও আমরা বিভিন্নভাবে খাদ্য এবং আশ্রয় পাই। আমাদের দলের নেতারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য একটি দল গঠন করেছেন। আমরাও সেই দলের অংশ হয়ে এখানে পৌঁছেছি। সাংসদদের প্রধান কাজ হল কেন্দ্র থেকে তহবিল সংগ্রহ করা এবং তাদের বার্তা পৌঁছে দেওয়া। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এটি করব"।
কঙ্গনা রানাউতের এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে অভিনেত্রী সাংসদের বক্তব্যের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, "হিমাচল প্রদেশের মান্ডিতে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। বহু মানুষ আক্রান্ত। মান্ডির সাংসদ কঙ্গনা বেশ কয়েকদিন পর সেখানে পৌঁছে হেসে হেসে বললেন - 'আমি কী করতে পারি, আমার মন্ত্রিসভায় পদ নেই'। দয়া করে কিছুটা সংবেদনশীলতা দেখান"।
এই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, "কঙ্গনার অসংবেদনশীলতা বিজেপির জয়রাম ঠাকুরকেও হতবাক করেছে। মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মান্ডিতে। বিপর্যয়ের পর প্রথমবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন তিনি। মানুষ সবকিছু হারিয়েছে, আর সেখানে তিনি কি ব্যঙ্গ, উপহাস এবং হাসিকে উপযুক্ত বলে মনে করেন?"
উল্লেখ্য, এর আগে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যেতে বিলম্বের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল কঙ্গনাকে। যদিও তখন অভিনেত্রী জানিয়েছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুরের পরামর্শেই তিনি বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যেতে বিলম্ব করছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে বলেছেন জয়রাম ঠাকুর। কঙ্গনার এই মন্তব্যের পরও তাঁকে কটাক্ষ করেছিল রাজ্যের শাসক দল কংগ্রেস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন