Bihar: 'মদ খেলে মরতে হবে'- বিষমদ কান্ডে ৩৯ জনের প্রাণহানির পর মন্তব্য নীতিশ কুমারের

একইসঙ্গে তিনি আরও জানান, 'আমি অফিসারদের বলেছি, তাঁরা যেন গরীবদের আটক না করে। যারা মদ তৈরি করছে এবং অ্যালকোহল ব্যবসা চালাচ্ছে তাদের ধরা উচিত।
নীতিশ কুমার
নীতিশ কুমারফাইল চিত্র

‘যখন কেউ (নকল) মদ পান করেন, তবে তিনি মারা যান’। বৃহস্পতিবার, বিহারের (Bihar) সরণে বিষাক্ত মদে ৩৯ জনের মৃত্যুর পর- এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

তিনি বলেন, ‘গতবার, যখন বিষমদ খেয়ে অনেক মানুষ মারা গিয়েছিলেন, তখন কিছুজন বলেছিলেন- তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। যখন কেউ (নকল) মদ পান করেন, তবে তিনি মারা যান- এই উদাহরণ আমাদের সামনে রয়েছে। এজন্য আমাদের সতর্ক হতে হবে। এ নিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে।’

বিহারের জনগণকে সতর্ক করে নীতিশ বলেন, ‘এখানে (বিহারে) মদ নিষিদ্ধ। তাই  গোপনে নকল মদ বিক্রির চেষ্টা চলছে, আর তা খেয়ে মানুষ মারা যাচ্ছে। মনে রাখতে, মদ খারাপ এবং এটি সেবন করা উচিত নয়।’

একইসঙ্গে তিনি আরও জানান, 'আমি অফিসারদের বলেছি, তাঁরা যেন গরীবদের আটক না করে। যারা মদ তৈরি করছে এবং অ্যালকোহল ব্যবসা চালাচ্ছে তাদের ধরা উচিত। নতুন কাজ শুরু করার জন্য তাঁদের (মদ ব্যবসায়ীদের) ১ লাখ টাকা দিতে প্রস্তুত সরকার। এ জন্য আমরা ফান্ড তৈরি করতে রাজি আছি। কিন্তু, কেউই নতুন ব্যবসায় জুড়তে চাইছে না।'

২০১৬ সালে বিহারে অ্যালকোহল বিক্রি এবং সেবন নিষিদ্ধ ঘোষণা করেছিল নীতীশ সরকার।

নীতিশ কুমার
মমতা ব্যানার্জির সফরের মাঝেই বিজেপিতে যোগ মেঘালয়ের তৃণমূল বিধায়কের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in