
মুম্বাইতে ধর্ষিতা মহিলার মৃত্যুর পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এদিনই সকালে হাসপাতালে মৃত্যু হয় ধর্ষিতার। নৃশংস এই ঘটনা প্রসঙ্গে শিবসেনা এমএলসি মনীষা কায়ান্ডে সংবাদসংস্থা আইএএনএস-কে জানান, এই ঘটনা খুবই মর্মান্তিক। ওই মহিলার শরীরে একাধিক গুরুতর আঘাত ছিলো এবং তাঁর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, মৃতার দুই নাবালক মেয়ে আছে। আমি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে মহিলাদের জন্য সরকারি প্রকল্পে এই দুই শিশুর ক্ষতিপূরণের আবেদন জানিয়েছি।
শুক্রবার সকালে মুম্বাইয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার এই বিষয়ে ন্যাশনাল কমিশন ফর ওমেন্স-এর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।
মুম্বাই জোন এক্স এর ডেপুটি কমিশনার অফ পুলিস ডঃ মহেশ্বর রেড্ডি জানিয়েছেন, শুক্রবার সকালে পুলিশের কাছে এক ব্যক্তি ফোন করে জানান এক পুরুষ এবং এক মহিলার মধ্যে প্রচন্ড ঝগড়া চলছে। ডঃ রেড্ডি আরও বলেন, পুরুষটি মহিলাকে মারধোর করছে এবং তাঁকে সাহায্য করা দরকার। এই ফোন পাবার পরেই দ্রুত পুলিশের টিম ওই অঞ্চলে উপস্থিত হয় এবং গুরুতর আহত অবস্থায় আক্রান্ত মহিলাকে স্থানীয় রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের সূত্র অনুসারে, এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মোহন চহ্বানকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি জোটের পক্ষে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানিয়েছে বিরোধী ভারতীয় জনতা পার্টিও।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল জানিয়েছেন দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যদিও বিজেপি নেত্রি চিত্রা ওয়াগ রাজ্য শক্তি আইনের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জানতে চেয়েছেন।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন